সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফৌজকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, সিপাহীদের দেশের প্রতি অনুগত থাকার আবেদনও জানান তিনি।
[আরও পড়ুন: এবার ভারতের হাতে আসবে হাইপারসনিক ক্রুজ মিসাইল, জানাল DRDO]
CNN সূত্রে খবর, মঙ্গলবার গুয়াংডং সামরিক ঘাঁটিতে যান প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। eople’s Liberation Army’ত (PLA) মেরিন কোরকে দেওয়া ভাষণে শি বলেন, “অপনরা অত্যন্ত সতর্ক থাকুন। নিজের দেশের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকুন। নিজের শক্তি ও বুদ্ধি লড়াইয়ের জন্য প্রস্তুত করুন।” চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ার দাবি, শি জিনপিংয়ের চেষ্টা হচ্ছে সেনার উপর পার্টির রাশ বজায় রাখা। শুধু তাই নয়, সৈনিকরা যাতে সম্পূর্ণভাবে অনুগত ও বিশ্বস্ত থাকে সেটাও নিশ্চিত করছেন তিনি।
এদিকে, লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সংঘাত চলছে চিনের। সদ্য সপ্তম দফার সামরিক বৈঠক হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। সেখানে ভারত সাফ জানিয়েছে, এপ্রিলের আগের অবস্থানে ফিরে যেতে হবে চিনা ফৌজকে না হলে কোনওভাবেই প্যাংগং হ্রদের (Pangong Tso) দক্ষিণ পাড়ে পাহাড় চূড়াগুলির দখল ছাড়া হবে না। ফলে এদিন ভারতকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন শি বলেই মনে করছেন অনেকে।
অন্যদিকে, তাইওয়ান ও চিনের (China) মধ্যে ক্রমেই বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। শি জিনপিংয়ের আমলে বারবার তাইওয়ান দখল করার হুমকি দিচ্ছে বেজিং। কয়েকদিন আগেই দ্বীপরাষ্ট্রটিতে মার্কিন প্রতিনিধির সফর নিয়ে তুমুল আপত্তি জানায় চিন, শুধু তাই নয়, তাইওয়ানের বায়ুসীমায় ঢুকে পড়ে লালফৌজের যুদ্ধবিমান। পালটা, তাইপেইও হুমকি দিয়েছে চিন হামলা চললে পালটা জবাব দেবে দেশের সেনাবাহিনী। এনিয়ে বেশ কয়েকবার সামরিক মহড়াও চালিয়েছে দেশটি। ফলে তাইওয়ান দখলের উদ্দেশ্যও থাকতে পারে শি’র বলে অনেকে মনে করছেন। তবে দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকাকেও হুমকি দিতে পারে বেজিং বলেও অনেকের ধারণা।