shono
Advertisement

বক্ষে দেখাও হৃদয়খানি, নয়া চ্যালেঞ্জে ভাসছে সোশ্যাল মিডিয়া

কীভাবে চ্যালেঞ্জে মেতেছেন মহিলারা, দেখুন ছবি। The post বক্ষে দেখাও হৃদয়খানি, নয়া চ্যালেঞ্জে ভাসছে সোশ্যাল মিডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Aug 10, 2017Updated: 12:49 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা উন্মুক্ত করেছেন তাঁদের বক্ষযুগল। হাত দিয়ে এমনভাবে তা ধরেছেন যে তা হয়ে উঠেছে হৃদয় আকৃতির। অর্থাৎ হার্ট শেপড। চিনা সোশ্যাল মিডিয়া এখন ভেসে যাচ্ছে এই ধরনের ছবিতেই। নতুন এই বডি চ্যালেঞ্জের নাম দেওয়া হয়েছে- হার্ট শেপড ব্রেস্ট চ্যালেঞ্জ।

Advertisement

সোশ্যাল মিডিয়া নিত্যনতুন হুজুগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাস্তব থেকে বহুদূরে, কৃত্রিম দুনিয়ায় হরেকরকম চ্যালেঞ্জ মাতিয়ে রাখে নেটিজেনদের। কখনও মাথায় বরফ ঢালা তো কখনওবা অন্য কিছু- এরকম বিষয়কেই চ্যালেঞ্জ আখ্যা দিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। হুজুগে মাতেন ব্যবহারকারীরা। তবে তা যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে তা দেখালেন চিনা মহিলারা। সেদেশের ভারচুয়াল মিডিয়ায় নয়া চ্যালেঞ্জ বক্ষে হৃদয় দেখানোর।  অর্থাৎ স্তনকে হাত দিয়ে এমনভাবে ধরতে হবে যাতে তা হার্ট শেপড দেখায়। প্রথমে এক মহিলা লাইভ স্ট্রিমিং করে দেখান এ ঘটনা। তারপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বহু মহিলাই শামিল হতে থাকেন এই চ্যালেঞ্জে। এখন তা রীতিমতো সুনামির আকার দারণ করেছে। আসলে স্তনের আকৃতি বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাই স্তনমাত্রই তা যে হার্ট শেপড তার কোনও মানে নেই। তার উপর যাঁদের স্তনের আকৃতি ছোট, তাঁরাও এই আকৃতি আনতে বিপদে পড়ছেন। অন্যদিকে গুরুস্তনীরা সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে সেখানেও অসুবিধে আছে। প্রপার হার্ট শেপড আনাটা বেশ চাপের। সেটাই চ্যালেঞ্জ। আর লজ্জা বা ছুৎমার্গ ভুলে তাতেই শামিল হয়েছেন বিভিন্ন বয়সি মহিলারা।

সম্প্রতি চিনা এক রেস্তরাঁ মহিলাদের অন্তর্বাসের কাপ সাইজ অনুযায়ী ডিসকাউন্ট ঘোষণা করেছিল। তাতে আপত্তি জানিয়েছিলেন অনেকেই। যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষর সাফাই ছিল, মহিলারা কিন্তু এতে লজ্জা পাচ্ছেন না। অনায়াসে এসে তাঁদের কাপ সাইজ বলছেন। সোশ্যাল মিডিয়ার এই চ্যালেঞ্জ অন্তত প্রমাণ করে দিল, খুব ভুল বলেননি রেস্তরাঁর মালিক। যেভাবে হৃদয়ের আকার দেখাতে নিজেদের বক্ষ উন্মুক্ত করেছেন সাধারণ চিনা মহিলারা তা বিস্মিতই করেছে দুনিয়াকে।

The post বক্ষে দেখাও হৃদয়খানি, নয়া চ্যালেঞ্জে ভাসছে সোশ্যাল মিডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement