shono
Advertisement

শিশুপাচারে জড়িত সন্দেহে মহিলা সরকারি অফিসারকে জেরা

অন্য হোমেও চক্রের হদিশ৷ গোয়েন্দাদের নজরে আরও চার ডাক্তার৷ The post শিশুপাচারে জড়িত সন্দেহে মহিলা সরকারি অফিসারকে জেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Feb 21, 2017Updated: 05:23 PM Jan 03, 2020

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: সর্ষের মধ্যেই ভূত! হোমের শিশুদের সুরক্ষার দায়িত্ব যাঁর উপর, আন্তর্জাতিক শিশু পাচারে এবার জড়িয়ে গেল তাঁরই নাম৷ লাখ লাখ টাকার বিনিময়ে বিদেশে শিশুপাচার কাণ্ডে এবার সিআইডির নজরে জলপাইগুড়ি জেলার শিশু সুরক্ষা আধিকারিক সাস্মিতা ঘোষ৷ মঙ্গলবারই তাঁকে সিআইডি জেরা করতে চলেছে বলে খবর৷

Advertisement

হোম থেকে শিশুপাচার কাণ্ডে নজরদারি নিয়ে একাধিক গাফিলতির অভিযোগ ওঠায় সোমবার রাতেই জেলা শিশু সুরক্ষা আধিকারিককে শো-কজ করে কৈফিয়ত তলব করেছেন জেলাশাসক৷ ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে৷ সাস্মিতা ঘোষের কাজকর্ম নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করে দিয়েছেন সিআইডি আধিকারিকরা৷ অসঙ্গতির সূত্র ধরে তদন্ত চালাচ্ছেন তাঁরা৷

অভিযোগ, ধৃত চন্দনা চক্রবর্তীর হোম থেকে ১৯টি শিশুকে বিদেশে দত্তকের নামে পাচার করা হয়৷ এই দত্তক দেওয়ার ক্ষেত্রে তদ্বির করেছিলেন স্বয়ং জেলা শিশু সুরক্ষা আধিকারিক৷ তাঁর স্বামী অন্য একটি জেলার শিশু সুরক্ষা আধিকারিকের পদে রয়েছেন৷ তিনি ১২ লক্ষ টাকা দামের একটি গাড়ি চড়েন৷ ওই গাড়িটি চন্দনা চক্রবর্তীর কাছ থেকে পাওয়া, এমনটাও অভিযোগ উঠছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে যে কোনও তদন্তের তিনি মুখোমুখি হতে রাজি বলে মঙ্গলবার সকালে জানিয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলার শিশু সুরক্ষা আধিকারিক সাস্মিতা ঘোষ৷ বলেছেন, “দত্তক প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া নিয়মের মধ্যেই পড়ে৷ এক্ষেত্রে যা করা হয়েছে আইন মেনেই হয়েছে৷” তাঁর দাবি, “আমাদের পারিবারিক পুরনো গাড়ি রয়েছে৷ সেটি ব্যবহার করি আমরা৷ এসব নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে৷”

রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের পার্থ দে’র অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

বিদেশে শিশু দত্তক দেওয়ার ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে ‘চাপ’ সৃষ্টির অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন জলপাইগুড়ির ওই শিশু সুরক্ষা আধিকারিক৷ এমনকী চন্দনা চক্রবর্তীকে চিনলেও ঘটনায় নাম জড়ানো বিজেপি নেত্রী জুহি চৌধুরিকে তিনি চেনেন না বলেও জানিয়েছেন৷

ধৃত চন্দনার হোম থেকে মোটা টাকার কমিশনে একের পর এক শিশু আমেরিকা, স্পেন, স্কটল্যান্ড, ফ্রান্সে পাচার হয়ে যাচ্ছে, অথচ জেলা শিশু সুরক্ষা আধিকারিক কিছু টের পাননি? উঠছে এই প্রশ্নও৷ একইসঙ্গে মাসে দু’বার করে যেখানে শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে হোমে পরিদর্শন চালানোর কথা, এক্ষেত্রে তা ঠিকমতো হত কি না সে ব্যাপারেও খোঁজ নিতে গিয়ে গাফিলতি খুঁজে পাচ্ছেন সিআইডি আধিকারিকরা৷ আর এখানেই খটকা লাগছে তাঁদের৷

যদিও এদিন সাস্মিতাদেবী বলেছেন, “বিষয়টি কোনও ব্যক্তির নয়৷ গোটাটাই সিস্টেমের মধ্যে৷ সেখানে জেলা শিশু সুরক্ষা আধিকারিক হিসাবে আমার অবশ্যই দায়িত্ব আছে৷ ওই হোমে পরিদর্শনের সময় যেসব বিষয় নজরে এসেছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি৷” জেলাশাসক তাঁর কাছে যা জানতে চেয়েছেন, সময়ের মধ্যে অবশ্যই তার উত্তর দেবেন বলে জানিয়েছেন তিনি৷ ধৃত চন্দনা চক্রবর্তীর হোম থেকে দত্তকের নামে যে শিশুপাচারের রমরমা কারবার চলছে তা তিনি আঁচ করতে পারেননি বলে দাবি জেলা শিশু সুরক্ষা আধিকারিকের৷

অমর একুশে শ্রদ্ধা এপার বাংলাতে, আবেগে ওপার

এদিকে, কেন্দ্রের নেতা-মন্ত্রী, আমলা ও ‘প্রভাবশালী’দের সঙ্গে সম্পর্ক গড়ে দিতে চন্দনার কাছ থেকে জুহি চৌধুরি ডুয়ার্সে রিসর্ট আবদার করেছিলেন, এমনটাও অভিযোগ উঠছে৷ সত্যতা যাচাইয়ে তাঁর হদিশ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিআইডি৷ শিশুদের হোমের পর এবার সিআইডির নজরে চন্দনার ‘আশ্রয়’ হোম৷ সেখানে সাবালিকা আবাসিকরা থাকেন৷ তাঁদের ঠিকমতো খেতে না দেওয়া, মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে৷ ওই হোমেই হানা দিয়ে সোমবার প্রচুর জাল নথি উদ্ধার করেছে সিআইডি৷

এর পরই ওই হোমের আবাসিকদের অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷ নথিপত্র যাতে সরাতে না পারে সেজন্য হোমে মোতায়েন করা হয়েছে পুলিশ৷ ধৃত চন্দনা ময়নাগুড়ির একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা৷ তিনি গ্রেফতার হওয়ায় এবার চাকরি থেকে তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা শিক্ষা বিভাগ৷ জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ধরতিমোহন রায় বলেছেন, “পুলিশের কাছ থেকে রিপোর্ট পেলেই ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হবে৷”

লাখ লাখ টাকা কমিশনে বিদেশে পাচার হয়েছে রাজ্যের শিশু

The post শিশুপাচারে জড়িত সন্দেহে মহিলা সরকারি অফিসারকে জেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement