shono
Advertisement
Operation Sindoor

এবার পর্দায় অপারেশন সিঁদুর? বি-টাউনে নাম রেজিস্টারের হিড়িক

পাকিস্তানের উপর প্রত্যাঘাতের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে উদগ্রীব বি-টাউন।
Published By: Sayani SenPosted: 04:08 PM May 08, 2025Updated: 04:42 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান পর্যটকরা। একাধিক ভারতীয় নারীর সিঁথির সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর (Operation Sindoor)। এবার পাকিস্তানের উপর প্রত্যাঘাতের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে উদগ্রীব বি-টাউন। কমপক্ষে ১৫ বলিউড স্টুডিওর তরফে নাম রেজিস্টার করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি একথা জানান।

Advertisement

ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম নথিভুক্তিকরণের যেন হিড়িক লেগেছে। সূত্রের খবর, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালক নাকি নাম রেজিস্টার করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও। সময় যত গড়াচ্ছে বলিউডে দেশাত্মবোধক ছবির সংখ্যা বাড়ছে। শত্রু দেশের উপর সার্জিকাল স্ট্রাইকও ছবির পর্দায় ফুটে উঠেছে। তবে আর অপারেশন সিঁদুরই বা বাদ যায় কেন? ছবি হবে কিনা তা অবশ্য বিশ বাঁও জলে হলেও অনেকে নাকি আগেভাগে নাম রেজিস্টার করে রাখেন। কারণ, নইলে ছবি তৈরি করতে চাইলেও নাম রেজিস্টার না হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। সে কারণে সম্ভবত এত তাড়াহুড়ো।

পরিচালক অশোক পণ্ডিত নাম নথিভুক্তিকরণের কথা স্বীকার করেছেন। বলেন, "নাম নথিভুক্তিকরণ না হলে সিনেমা তৈরি করা সম্ভব নয়। তাই আমি তড়িঘড়ি এই কাজ করেছি। নাম রেজিস্টার করা মানেই ছবি তৈরি করা বাধ্যতামূলক নয়। গত ৩০-৩৫ বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে। তাই এই বিষয়টি আমার কাছে ছবি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।" বলে রাখা ভালো, গত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। এখনও জারি জঙ্গি নিধন পর্ব। তারই মাঝে বড়পর্দায় কবে আসে অপারেশন সিঁদুর, সেদিকে নজর সিনে অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের উপর প্রত্যাঘাতের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে উদগ্রীব বি-টাউন।
  • কমপক্ষে ১৫ বলিউড স্টুডিওর তরফে নাম রেজিস্টার করা হয়েছে।
  • ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি একথা জানান।
Advertisement