সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কান্তারা'র দৈব নৃত্যকে ব্যঙ্গ করায় রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। জোর নিন্দে-সমালোচনার মুখে সোমবারই ক্ষমা চেয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা। তবে 'ড্যামেজ কন্ট্রোল' করেও চিঁড়ে ভিজল না! আটচল্লিশ ঘণ্টার মাথায় বুধবার ফের আইনি বিপাকে পড়তে হল রণবীরকে।
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সম্প্রতি 'কান্তারা' নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন রণবীর সিং। শুধু তাই নয়, সিনেমার এক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে কর্ণাটকের তুলু সম্প্রদায়ের দেবীকে 'মহিলা ভূত' বলেও ব্যঙ্গ করেন বলিউড অভিনেতা। 'ইফি'র মঞ্চ থেকে সেই বিতর্কিত মন্তব্য ভাইরাল হতেই রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে তুলুদের একাংশ। সংশ্লিষ্ট ইস্যুতে সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে গোয়ার পানাজি থানায় অভিযোগ দায়ের করেছিল হিন্দু জনজাগ্রুতি সমিতি। এবার নতুন অভিযোগ জমা পড়ল বেঙ্গালুরুতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, তুলুদের পবিত্র প্রথা (দৈব নৃত্য) নিয়ে ঠাট্টা করায় প্রশান্ত মেথাল নামে জনৈক আইনজীবী বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন রণবীর সিংয়ের বিরুদ্ধে।
আইনজীবীর অভিযোগ, "পাঞ্জুরালি ও গুলিগা দৈবকে ব্যঙ্গ করে সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন বলিউড অভিনেতা। কর্ণাটকের উপকূল অঞ্চলে এই দেবতারা নিত্য পূজিত হন। তাই কৌতুকের মোড়কে এদিন মঞ্চে রণবীর যা বলেন, তা অত্যন্ত অপমানজনক এবং অমার্জিত। এতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, বিশেষ করে তুলু সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত হেনেছেন রণবীর।" অভিযোগনামায় এও উল্লেখ রয়েছে যে, "চামুণ্ডা দেবীকে কীভাবে মহিলা ভূত বলে সম্বোধন করতে পারেন রণবীর! এটা তো ইচ্ছাকৃত অসম্মান। তাই অবিলম্বে অভিনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক পুলিশ।"
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ইফি’র মঞ্চে রণবীরকে বলতে শোনা যায়, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপরে ভর করেছিল!” এরপর তিনি সেই দৃশ্যটি অনুকরণ করে দেখান যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রটির ভিতরে প্রবেশ করে। রণবীর যেভাবে চোখ ঘুরিয়ে জিভ বের করে দৃশ্যটি পরিবেশন করেন তা দেখে ঋষভ-সহ সকলেই হেসে ওঠেন। এরপর রণবীরকে বলতে শোনা যায়, “আমাকে কি কেউ কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানিও।” আসলে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে ঋষভ শেট্টিকে দৈব নারী অবতারে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেপ্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই তুলু সম্প্রদায়ের দেবতাকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন রণবীর, সেটাও আবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। তাতেই ঘনায় বিতর্ক।
