shono
Advertisement

Breaking News

Akshay Kumar-'Welcome To The Jungle'

বড়দিনে ডবল ধামাকা অক্ষয়ের! 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ লুক বদলে দিলেন চমক, দেখুন ঝলক

ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং।
Published By: Arani BhattacharyaPosted: 06:23 PM Dec 25, 2025Updated: 06:25 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'ওয়েলকাম' ছবির সিক্যুয়েল 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' আসছে খুব তাড়াতাড়ি। এবার বড়দিনেই এই ছবি নিয়ে একটি পোস্ট করেন অক্ষয়। একটি শর্ট ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে একপ্রকার সকলকে তাক লাগিয়েছেন বলিউডের 'খিলাড়ি'। ৩১ সেকেন্ডের সেই ভিডিওতে অক্ষয়কে দেখা যাচ্ছে এক্কেবারে অন্য লুকে। সাদা চুলে এক্কেবারে অন্য অবতারে ধরা দিলেন অক্ষয়। তাঁর কাছ থেকে এই ছবিতেও দর্শক যে নতুন কিছু পাবেন সে কথা বলাই বাহুল্য। তাই দর্শকের উন্মাদনার পারদ যে চড়ছে সেকথা বলা যায়। শেষ হয়েছে ছবির শুটিংও। বড়দিনে নেটপাড়ায় সে খবরও দেন অক্ষয়।

Advertisement

তবে শুধু অক্ষয় একা নন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একইসঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, রবীনা ট্যান্ডন প্রমুখকে। এই ছবির সবথেকে বড় চমক যা তা হল দ্বৈত চরিত্রে ও দু'টি আলাদা আলাদা বয়সের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ৩১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে দু'টি দলে বিভক্ত তাঁরা। একটি দলের নেতৃত্ব দেন বয়স্ক অক্ষয়। তাঁর সঙ্গে রয়েছেন সেই দলে রয়েছেন রবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, সুনীল শেট্টি প্রমুখকে। অন্য দলে দেখা যাচ্ছে দিশা পাটানি ও কম বয়সি অক্ষয়কে। দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কতখানি, কী বিশেষত্ব তা যদিও বোঝা যাবে ছবি মুক্তির পর। আর এই ভিডিও পোস্ট করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবির তরফে সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আমাদের ছবি আসছে ২০২৬ সালে আপনাদের কাছে আমাদের ছবির ঝলক তুলে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার অনেক পরিশ্রমের ফসল এই হতে চলেছে এই ছবি।"

 

২০২৩ সালে শোনা গিয়েছিল আসছে ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন একঝাঁক বলিউড তারকা। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নিজেই নিশ্চিত করেন সেই খবর। ‘ওয়েলকাম’-এর প্রথম ছবিটি দারুণ সফল হয়েছিল। শুধু তাই নয়, অক্ষয় ও ক্যাটরিনা অভিনীত ২০০৭ সালের ছবি ‘ওয়েলকাম’র গান ‘উঁচা লম্বা কদ’, যা আজও সমানভাবে জনপ্রিয়। সেই গানই এবার ব্যবহার করা হবে অক্ষয়ের আগামী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’এ। তবে পুরনো নয়, নতুনভাবে নির্মিত হচ্ছে এই গান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'ওয়েলকাম' ছবির সিক্যুয়েল 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' আসছে খুব তাড়াতাড়ি।
  • এবার বড়দিনেই এই ছবি নিয়ে একটি পোস্ট করেন অক্ষয়।
  • একটি শর্ট ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে একপ্রকার সকলকে তাক লাগিয়েছেন বলিউডের 'খিলাড়ি'।
Advertisement