shono
Advertisement
Aamir Khan

আমির খানকে খুনের হুমকি! 'মামুকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে', বিস্ফোরক ভাগ্নে ইমরান

বছরশেষে বোমা ফাটালেন ইমরান খান! কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 12:11 PM Dec 30, 2025Updated: 12:11 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'বছর ধরে খুনের হুমকির খাঁড়া ঝুলছে সলমন খানের মাথার উপর। পঁচিশ সালের শুরুতেই নিজ বাসভবনে আততায়ীয় হামলার মুখে পড়েন সইফ আলি খান। চলতি বছরেই মুম্বইয়ের পুলিশ কন্ট্রোল রুমে উড়োফোনে শাহরুখ খানের প্রাণনাশের হুমকি আসে। এবার শোনা গেল, খুনের হুমকিতে জেরবার খান সাম্রাজ্যের আরেক প্রতিনিধি আমিরও। যদিও 'মিস্টার পারফেকশনিস্ট' নিজে এবিষয়ে মুখ খোলেননি, তবে এবার বছরশেষে বোমা ফাটালেন তাঁর ভাগ্নে ইমরান খান।

Advertisement

বছরখানেক ধরেই ফিল্মি কেরিয়ারে ভাঁটার সম্মুখীন আমির খান। ২০১৫ সালের এক সাক্ষাৎকারে আমিরের পাশে বসে তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রতিবাদ করায় সেসময়ে জোর বিতর্কের মুখে পড়়তে হয় খান দম্পতিকে। শুনতে হয়েছিল 'দেশদ্রোহী' কটাক্ষও। তারপর থেকেই যেন আমিরের বক্স অফিসে 'অভিশাপ' নেমে আসে। বয়কটের মুখে ডোবে তাঁর লাল সিং চাড্ডাও। 'সত্যমেব জয়তে'র সঞ্চালনা করাকালীন লাগাতার খুনের হুমকিও পান আমির খান। কিন্তু কেন? এবার সেকথাই ফাঁস করলেন তাঁর ভাগ্নে ইমরান খান।

মামা আমিরের হাত ধরে 'জানে তু ইয়া জানে না' সিনেমার সুবাদে সিনেইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ইমরান। যদিও অভিনেতা হিসেবে ফিল্মি দুনিয়ায় নিজের জমি পোক্ত করতে ব্যর্থ হয়েছেন তিনি। পাশাপাশি আমিরের ভাগ্নে হওয়ার জন্য 'নেপোকিড' তকমাও জুটেছিল তার কপালে। এবার এক সাক্ষাৎকারে 'মেন্টর' মামার প্রাণভয়ের অজানা কথা ফাঁস করলেন ইমরান খান। তিনি জানান, "শৈশব থেকে আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। 'সত্যমেব জয়তে' শোয়ে দেশের কন্যাভ্রুণ হত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাঁকে। ওই টক শোয়ে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকী রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে। এমনকী খুনের হুমকিও পেয়েছিলেন। উনি সবসময়ে বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু সেই মামুজানকেই দীর্ঘদিন ধরে দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।" যদিও কে বা কারা? সেট়া খোলসা করেননি ইমরান খান। তবে আমির ভাগ্নের এহেন কথায় সিনেদুনিয়ায় শোরগোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সত্যমেব জয়তে'র সঞ্চালনা করাকালীন লাগাতার খুনের হুমকিও পান আমির খান।
  • মামুজানকে দীর্ঘদিন ধরে দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক: ইমরান খান।
Advertisement