সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফি বছর টলিউড রিলিজের তালিকায় একগুচ্ছ 'সিনে উপহার' নিয়ে হাজির থাকেন নন্দিতা-শিবপ্রসাদ। ২০২৬ সালেও তার অন্যথা হচ্ছে না। এবার খবর, অর্জুন চক্রবর্তীর সঙ্গে তিন দশক বাদে কাজ করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার নতুন সিনেমার লুক সেটের জন্য উইন্ডোজ-এর অফিসে হাজির হয়েছিলেন অর্জুন। সেখান থেকেই তাঁর সঙ্গে ছবি দিয়ে আগামী বছরের 'চমক' ফাঁস করলেন পরিচালক-অভিনেতা।
কন্টেন্টের মতো কাস্টিংয়ের ক্ষেত্রেও বরাবর ভিন্ন স্বাদ নিয়ে হাজির হয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। এবার উইন্ডোজের আগামী ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। শিবপ্রসাদের মন্তব্য, "১৯৯৬ সালে 'ঘুম নেই' বলে একটি সিরিয়ালে একসাথে কাজ করেছিলাম। তারপর তিরিশ বছর বাদে আবার ২০২৬ সালে একসাথে কাজ করব। সামনের বছরের সবচেয়ে বড় চমক হবে আমার খুব প্রিয় মানুষ এবং অভিনেতা অর্জুন চক্রবর্তীর কামব্যাক। উইন্ডোজ-এর সিনেমাতে বহু শিল্পী তাদের সেকেন্ড ইনিংস শুরু করেছেন। আমরা ধন্য অভিনেতা অর্জুন চক্রবর্তী আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন বলে।" উল্লেখ্য, এই ছবিতে অর্জুনের পাশাপাশি কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং রাইমা সেনকে পাওয়া যাবে। তাঁদেরও লুক সেট হয়েছে সোমবার।
আর অর্জুন কি বলছেন? দীর্ঘ ছয় বছর বাদে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। সেই 'কামব্যাক' প্রসঙ্গে প্রবীণ অভিনেতার মন্তব্য, "আমার বরাবর একটাই কথা ছিল, ভালো রোল না পেলে আমি করব না, সেটা সবাইকেই বলা আছে। কিন্তু এই ক্ষেত্রে শিবু প্রথমত ব্যক্তিগতভাবে আমার ছোট ভাই, প্রায় ৩০-৩৫ বছর ধরে ওকে চিনি আমি। আর ও যখন এই চরিত্রটা আমায় শোনালো তখন আমি না করতে পারলাম না। কারণ, এটি একটা নেশা ধরানো চরিত্র। এরকম চরিত্র আজ অবধি বাংলা সিনেমায় আসেনি এবং শিবু বলল- তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না!", সেটা একজন আর্টিস্টের জন্য বিশাল পাওনা। এই চরিত্রটা আমায় প্রচণ্ড উজ্জীবিত করেছে, এবং আমার বিশ্বাস নন্দিতা এবং শিবুর সাথে জমিয়ে হইহই করে আমরা কাজটা করব।" উল্লেখ্য, নতুন বছরের ৪ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
