shono
Advertisement
Tollywood

দুষ্টু ছবি পাঠিয়ে টলিউডের 'রাঘব বোয়াল' প্রযোজককে টোপ! আদৌ কাজ পেলেন নায়িকা?

কেরিয়ারে কলির সন্ধে হলে কী হবে, নায়িকার বুদ্ধির বৃহস্পতি কিন্তু তুঙ্গে!
Published By: Sangbad Pratidin DigitalPosted: 08:59 PM Dec 29, 2025Updated: 09:23 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে সবে কলির সন্ধে! আর তাতেই দুষ্টু ছবি পাঠিয়ে তাবড় প্রযোজককে টোপ দিচ্ছেন নায়িকা? আসলে, ঝুলিতে কাজ না থাকায় নাকি মাথায় হাত পড়েছে মিষ্টি অভিনেত্রীর। অগত্যা, প্রযোজকের নজর কাড়তে নাকি দিবানিশি খোলামেলা ছবি চালাচালি হচ্ছে। কিন্তু 'রাঘব বোয়াল' প্রযোজক বেচারা ভয়ে কাঁটা! কারণ নায়িকার পরিবার নেহাত চুনোপুটি নয়। বাবা-মা দু'জনেই সংস্কৃতিজগতের পরিচিত মুখ। সেই পরিবারের মেয়ের সঙ্গে এমন 'খুল্লমখুল্লা মশালা চ্যাট' কি মানায়? মহা-জ্বালায় পড়েছেন প্রযোজক মশাই।

Advertisement

টলিপাড়ার অন্দরে কখন যে নতুন সমীকরণ গড়ে ওঠে আর কখনই বা সেই সমীকরণ বিছানায় বদলে যায়, সেসব বোঝা দায়! ডাকসাইটে প্রযোজকের সঙ্গে এর আগেও বহু নায়িকার নাম জড়িয়েছে। তবে সবটাই যে তাঁর মহিমা এমনটা নয়! নায়িকারাও যে যাঁর মতো সুবিধে বুঝে আখের গুছিয়ে কেটে পড়েছেন। সেসব নাহয় অতীত। কিন্তু এবার মুঠোফোনে এসব দুষ্টু ছবি দেখে বেজায় বিপাকে প্রযোজক। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, নেহাত পরিবারের কথা মাথায় রেখেই নাকি নায়িকার দিকে এগোতে চাইছেন না তিনি। কিন্তু আচমকাই ওই ডাকসাইটে প্রযোজককে এত খোলামেলা ছবি পাঠাচ্ছেন কেন নায়িকা?

কানাঘুষো, বিগত ক'বছরে খুব কমই সিনেমা করতে পেরেছেন নায়িকা। টলিপাড়ায় শুরুয়াতটা হাইভোল্টেজ হলেও পরে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন। সেখানে আবার টলিউডের পরিচিত মুখের ভিড় ছিল। কিন্তু সেই ছবিতে নাকি সেভাবে লাইমলাইট কাড়তে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর ভাঁড়ারে কাজের অবস্থা এমন যে, মাঝেমধ্যেই নাকি খোলামেলা ছবি পাঠিয়ে প্রযোজকের দোরগোড়ায় 'নক' করতে হচ্ছে! আর সেখবরেই টলিপাড়ার অন্দরে চাপানোতর! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরিয়ারে সবে কলির সন্ধে! আর তাতেই দুষ্টু ছবি পাঠিয়ে তাবড় প্রযোজককে টোপ দিচ্ছেন নায়িকা?
  • আসলে, ঝুলিতে কাজ না থাকায় নাকি মাথায় হাত পড়েছে মিষ্টি অভিনেত্রীর।
  • আসলে, ঝুলিতে কাজ না থাকায় নাকি মাথায় হাত পড়েছে মিষ্টি অভিনেত্রীর।
Advertisement