shono
Advertisement
Aamir Khan-Ranbir Kapoor

বলিউডে বড় যুদ্ধ! সম্মুখ সমরে আমির-রণবীর, খবর দিলেন আলিয়া

খান সাম্রাজ্যের প্রতিনিধির সঙ্গে দ্বন্দ্বে কাপুরনন্দন! ব্যাপারটা কী?
Published By: Sandipta BhanjaPosted: 02:44 PM Mar 11, 2025Updated: 03:51 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আট বছর ধরে একজনের কেরিয়ারে ফ্লপের ফাঁড়া কিছুতেই কাটছে না। অন্যদিকে আরেকজনের ফিল্মি কেরিয়ারে বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। আমির খান এবং রণবীর কাপুর। বলিউডের দুই প্রজন্মের দুই তাবড় তারকা। একজন খান সাম্রাজ্যের প্রতিনিধি, অন্যজন বলিউডের কাপুর বংশের 'শিবরাত্রির সলতে'। সেই দুই তারকাই কিনা এবার সম্মুখ সমরে! দক্ষযজ্ঞের খবর দিলেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট। ব্যাপারটা কী?

Advertisement

খোলসা করেই বলা যাক। মঙ্গলবার আলিয়া ভাটই জানালেন, আমির-রণবীরের (Aamir Khan- Ranbir Kapoor) মধ্যে বড় যুদ্ধ বাঁধতে চলেছেন। স্বাভাবিকভাবেই মনে কৌতূহল উঁকি দেওয়া অস্বাভাবিক নয় যে, দুই তারকার মধ্যে যুদ্ধ কেন বাঁধল? এদিন আলিয়া ভাট (Alia Bhatt) সোশাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে আমির-রণবীরকে একে অপরের বিরুদ্ধে দেখা যাচ্ছে। অভিনেত্রী-প্রযোজক বলছেন, 'বড়পর্দায় আসতে চলেছে সেরা শত্রুতার কাহিনি।' পোস্টার হাতেই আলিয়া ভবিষ্যদ্বাণী করে দিলেন যে এই সিনেমা 'চূড়ান্ত ব্লকবাস্টার' হতে চলেছে। ক্যাপশনে লেখা- "তাবড় তারকাদের লড়াই! আমার দুই প্রিয় অভিনেতা একে অপরের বিরুদ্ধে। রোমাঞ্চকর কিছু একটা আসতে চলেছে। জানার জন্যে আমাদের সাথে থাকতে হবে। বুধবার আরও কিছু তথ্য দেব। পুনশ্চ: আমি জানি, আপনাদেরও আমার মতোই ভালো লাগবে।" এমন পোস্টের পরই সোশালপাড়া সরগরম। কোন সিনেমায় দেখা যাবে, আমির-রণবীরকে? জানতে কৌতূহলীদের ভিড়।

প্রসঙ্গত, এর আগে একবার শোনা গিয়েছিল, 'পিকে'র সিক্যুয়েলে আমির খানের পর রণবীর কাপুরকে দেখা যেতে পারে। সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে? জানতে আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। উল্লেখ্য, একদিকে অ্যানিম্যাল-এর পর থেকে যখন একের পর এক বিগ বাজেট সিনেমা রণবীর কাপুরের ঝুলিতে, তখন শেষ ৮ বছরে 'হিট'-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল 'ঠাগস অফ হিন্দোস্তান' দিয়ে ডুবেছিলেন। আর 'লাল সিং চাড্ডা'ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান। অন্যদিকে রণবীরের কেরিয়ারে এখন সুসময় চলছে। এবার প্রশ্ন, কোন ছবির জন্য তাঁরা সম্মুখ সমরে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার আলিয়া ভাটই জানালেন, আমির-রণবীরের মধ্যে বড় যুদ্ধ বাঁধতে চলেছেন।
  • অভিনেত্রী-প্রযোজক বলছেন, 'বড়পর্দায় আসতে চলেছে সেরা শত্রুতার কাহিনি।'
  • পোস্টার হাতেই আলিয়া ভবিষ্যদ্বাণী করে দিলেন যে এই সিনেমা 'চূড়ান্ত ব্লকবাস্টার' হতে চলেছে।
Advertisement