shono
Advertisement

Breaking News

Aamir Khan

'আমাদের মহাভারত সব হলিউড সিনেমার মা', রহমানের 'সাম্প্রদায়িক বিভেদ' বিতর্কের মাঝেই স্তুতি আমির খানের

আমির খান জানিয়ে দিলেন, তাবড় স্কেলের হলিউড সিনেমাকেও ছাপিয়ে যায় মহাভারতের গল্প।
Published By: Sandipta BhanjaPosted: 06:38 PM Jan 22, 2026Updated: 07:11 PM Jan 22, 2026

মুসলিম ধর্মাবলম্বী হলে বলিউডে কাজ পাওয়া যায় না! এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যের জেরে যখন সিনেদুনিয়ায় ঝড় অব্যাহত, তখন এমন আবহেই 'মহাভারত' স্তুতি করে নতুন সিনেমার আপডেট দিলেন আমির খান (Aamir Khan)। একসময়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, হিন্দু ধ্বজাধারীদের কর্মকাণ্ডে যিনি 'এদেশকে নিরাপদ বোধ করছি না' বলে বিতর্ক উসকে দিয়েছিলেন, খান সাম্রাজ্যের সেই প্রতিনিধির মুখে এবার মহাভারত স্তুতি শুনে বেজায় উল্লাস ভক্তশিবিরে।

Advertisement

'মহাভারত'কে সিনেপর্দায় নিয়ে এসে যে স্বপ্নপূরণ করতে চলেছেন, সেকথা আগেই জানিয়েছিলেন আমির খান। বিগত দেড় দশক ধরে এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করছেন তিল তিল করে। কিন্তু সাম্প্রতিক অতীতে একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর 'মহাভারত' তৈরি করার স্পর্ধা দেখাননি এর মাঝে আমির। তবে 'লাল সিং চাড্ডা'র পর থেকে নতুন করে চিত্রনাট্যে শান দিতে শুরু করেছেন তিনি। এবার আমির খান জানিয়ে দিলেন, তাবড় স্কেলের হলিউড সিনেমাকেও ছাপিয়ে যায় মহাভারতের গল্প। আমির খান বলছেন, "এটা শুধু একটা সিনেমা নয়, গুরুদায়িত্বও বটে। আমার স্বপ্ন মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসা। দেখি কবে সেটা পূরণ হয়। আমাদের দেশের লোকেদের রক্তে মহাভারত রয়েছে। আমি সবসময়ে বলে আসছি যে, মহাভারতকে যদি সঠিকভাবে পর্দায় না আনা যায়, তাহলে সেটা এই মহাকাব্যের অপমান। তাই আমি সিনেমাটা এমনভাবে বানাতে চাই যাতে সকলে দেখে গর্ববোধ করতে পারেন। আমি অনেক বড় বড় হলিউড সিনেমা দেখেছি। যেমন 'লর্ড অফ দ্য রিংস', 'অবতার', কিন্তু মহাভারত এই সবক'টা হলিউড ছবির মা। এই ছবিটি তৈরি করতে গিয়ে তাই আমি কোনও ভুল করতে চাই না।"

আমির খান, ছবি-ফেসবুক

উপরন্তু আমিরের জীবনে লাগাতার ফ্লপের ফাঁড়া লেগেই রয়েছে! সেই 'অভিশপ্ত কেরিয়ার'-এর মোড় ঘোরাতেই কি মহাভারতে মন দিয়েছেন তিনি? অভিনেতার ঘোষণার পর থেকেই কৌতূহল সর্বত্র। তবে সেই উত্তর অধরা থাকলেও এবার আমির খান জানিয়ে দিলেন, হলিউড সিনেমাকেও ছাপিয়ে যাবে মহাভারত। এর আগে আমির খান জানিয়েছিলেন, "একাধিক সিরিজে এই সিনেমা তৈরি করব। সেটা পর পর রিলিজ করবে। কারণ একছবিতে মহাভারতের মতো প্রকাণ্ড মহাকাব্যকে তুলে ধরা সম্ভব নয়। আর মহাভারতের গল্পটা আমার রক্তে রয়েছে। তাই এই গল্পটা আমাকে বলতেই হবে। সেজন্যেই খুব শিগগিরি কাজটা শুরু করে দিতে চাই।"

অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই পোক্ত চরিত্র নিয়ে ধন্দে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছে যে, আমির খানের মহাভারত-এ একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! ভীষ্মের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলসা করেননি আমির খান। তবে এবার তিনি জানিয়ে দিলেন যে, বলিউডের কোনও পরিচিত ডাকসাইটে মুখকে মহাভারত-এ কাস্ট করবেন না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement