shono
Advertisement
Aamir Khan Trolled

'সিতারে জমিন পর' ডিট্টো টোকা! ছবি 'বয়কট' ট্রেন্ডিংয়ের পর এবার গল্প চুরির অভিযোগে বিদ্ধ আমির

কেরিয়ারে হিটের খরায় কি কোনও মৌলিক গল্পই জুটছে না আমিরের কপালে?
Published By: Sandipta BhanjaPosted: 08:10 PM May 14, 2025Updated: 08:10 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সিতারে জমিন পর' সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার 'সুপারহিট প্রত্যাবর্তনের' অপেক্ষায় অনুরাগীকুল, এবার তাঁর বিরুদ্ধেই উঠল গল্প চুরির অভিযোগ। সিনেমার পয়লা ঝলক দেখেই রে-রে করে উঠেছেন সিনেপোকারা! এই ছবি নাকি হলিউড সিনেমা 'চ্যাম্পিয়ন'-এর থেকে হুবহু টোকা। ট্রেলার দেখেই সাযুজ্য খুঁজে পেয়েছে নেটপাড়া। সেই প্রেক্ষিতেই 'সিতারে জমিন পর'-এর বিরুদ্ধে 'বয়কট' ট্রেন্ডিংয়ের পর এবার গল্প চুরির অভিযোগে বিদ্ধ আমির খান। 'লাপাতা লেডিজ'-এর পর 'সিতারে জমিন পর' নিয়েও কাঠগড়ায় 'মিস্টার পারফেকশনিস্ট'। প্রশ্ন উঠেছে, কেরিয়ারে হিটের খরায় কি কোনও মৌলিক গল্পই জুটছে না আমিরের কপালে?

Advertisement

স্প্যানিশ সিনেমা 'ক্যাম্পিয়নিস'-এর অনুকরণে তৈরি হয়েছিল ইংরেজি ছবি 'চ্যাম্পিয়ন'। জিও হটস্টারে সেই সিনেমাও রয়েছে। একজন অপমানিত কোচ কীভাবে বুদ্ধির দিক থেকে বিশেষ ক্ষমতাসম্পন্ন অ্যাথলিটদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করে বদলা নেন, সেই কাহিনিই বলে 'চ্যাম্পিয়ন'। এবার 'সিতারে জমিন পর'-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই নেটপাড়ার অভিযোগ, 'চ্যাম্পিয়ন' সিনেমাটি থেকে ফ্রেম-বাই-ফ্রেম দৃশ্য টুকেছেন আমির খান। গল্পের নির্যাস নেওয়া আলাদা, কিন্তু তাই বলে হলিউড সিনেমা থেকে এভাবে কপি করবেন বলিউড সুপারস্টার? প্রশ্ন তুলেছেন সমালোচকরা। আর এবার শুধু অভিযোগই তোলেননি, একেবারে হলিউড সিনেমার সব কটা দৃশ্য, 'সিতারে জমিন পর'-এর প্রতিটা সিকোয়েন্সের পাশে রেখে প্রমাণও দিয়েছেন। যেসব পোস্ট ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে নেটভুবনে। এই অবশ্য প্রথম নয়! আমির খান প্রযোজিত তথা কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ'-এর বিরুদ্ধেও গল্প চুরির অভিযোগ উঠেছিল।

Looks like SZP is a frame-by-frame copy of the Spanish hit Campeones(2023).
byu/Chai_Lijiye inBollyBlindsNGossip

খুব বেশি দিন নয়। গত এপ্রিল মাসেই আমির-কিরণের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠে। ২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া 'লাপাতা লেডিজ' নাকি কিরণ রাওয়ের লেখা গল্প নয়? যে সিনেমা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে অস্কার পর্যন্ত ছুটে গিয়েছিল, তার বিরুদ্ধেই এমন অভিযোগে সরগরম হয় নেটপাড়া। নেটপাড়ায় 'বোরখা সিটি' নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ পরিচালিত 'লাপাতা লেডিজ'-এর সঙ্গে। সেখানে দেখানো হয়েছে, বোরখা যতই নষ্টের গোড়া! মুখ ঢাকা থাকায় একজনের স্ত্রী বদল হয়ে যায়। আর তার পর থেকেই ওই ব্যক্তি হন্যে হয়ে বউয়ের খোঁজ করা শুরু করে। ব্যস, সিনেমার ভাইরাল কিছু ক্লিপ থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ 'লাপাতা লেডিজ'-এর গল্পটাও ঠিক এরকমই। ঘোমটার 'গ্যাঁড়াকলে' বউ-বদলের কাহিনি। যার সঙ্গে 'বোরখা সিটি'র সাযুজ্য খুঁজে বের করেছিল নেটপাড়া। এবার 'সিতারে জমিন পর'-এর জন্যেও সেই একই অভিযোগে বিদ্ধ আমির খান। প্রশ্ন উঠেছে, কেরিয়ারে হিটের খরায় কি আমির কোনও মৌলিক গল্পই খুঁজে পাচ্ছেন না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সিতারে জমিন পর'-এর বিরুদ্ধে 'বয়কট' ট্রেন্ডিংয়ের পর এবার গল্প চুরির অভিযোগে বিদ্ধ আমির খান।
  • 'লাপাতা লেডিজ'-এর পর 'সিতারে জমিন পর' নিয়েও কাঠগড়ায় 'মিস্টার পারফেকশনিস্ট'।
  • প্রশ্ন উঠেছে, কেরিয়ারে হিটের খরায় কি কোনও মৌলিক গল্পই জুটছে না আমিরের কপালে?
Advertisement