সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেটা ১৯৯০ সাল। সদ্য মুক্তি পেয়েছে 'আশিকি'। মহেশ ভাট পরিচালিত ছবির 'প্রাণভোমরা' ছিল গান। কিন্তু নতুন নায়ক-নায়িকারও তৈরি হয়েছিল ফ্যান বেস। একসময় গোটা দেশ তাঁদের একঝলক দেখতে ভিড় জমাত। এরপর কেটে গিয়েছে সাড়ে তিন দশক। পর্দায় ঝড় তোলা সেই নায়ক রাহুল রয় আজ প্রৌঢ়। বিহারের এক বিয়েবাড়ির অনুষ্ঠানের মঞ্চে তাঁকে দেখা গেল গিটার হাতে। ঠোঁট মেলাচ্ছেন নিজেরই একদা সুপারহিট গানের লাইনের সঙ্গে! যা দেখে মনখারাপ নেটিজেনদের।
ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই কমেন্ট করছেন। যার সিংহভাগেই আফসোসের সুর! একজন লিখেছেন, 'এটা খুবই খারাপ ব্যাপার। অর্থের জন্য কত কী করতে হয়!' আরেকজনের মন্তব্য, 'ভগবান কাউকে এমন খারাপ দিন যেন না দেখান।' অন্য এক নেটিজেনকে লিখতে দেখা যাচ্ছে, 'এভাবে ওঁকে দেখতে ভালো লাগছে না। বলিউডের লজ্জিত হওয়া উচিত।'
১৯৯০ সালে মুক্তি পেয়েছিল 'আশিকি'। ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি হওয়া ছবিটি ব্যবসা করেছিল ৫ কোটি টাকা। ক্যাসেট বিক্রি ভেঙে দিয়েছিল আগের সব রেকর্ড। সেই সঙ্গেই তারকা হয়ে উঠেছিলেন ছবির নায়ক রাহুল রয় ও নায়িকা অনু আগরওয়াল। পরবর্তী সময়ে কিন্তু রাহুল সেই খ্যাতির প্রতি সুবিচার করতে পারেননি। একমাত্র 'জুনুন' ছাড়া আর কোনও ছবিই সেভাবে চলেনি। শেষে টিভিতে মুখ দেখাতে হয়েছিল। কিন্তু সাফল্য আর আসেনি। যত সময় গিয়েছে ফিকে হয়েছে তারকা দ্যুতি। ২০২০ সালে মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল রাহুলের। তিনি নিজেই এক সাক্ষাৎকারে পরে জানিয়েছিলেন, সেই সময় তাঁর হাসপাতালের বিলের বাকি পড়া অংশ মিটিয়েছিলেন সলমন খান। এই বক্তব্য থেকেই তাঁর আর্থিক অবস্থার দিকটি অনুমান করা যায়। এবার রাহুলকে দেখা গেল এক বিয়েবাড়িতে গিটার বাজাতে। যা বুঝিয়ে দিচ্ছে, 'আশিকি-তারকা'কে এখনও গ্রাসাচ্ছেদনের জন্য কতটা লড়াই করতে হচ্ছে।
