সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে কান পাতলেই শোনা যায় বচ্চন পরিবারের বিচ্ছেদের জল্পনা। সাংসারিক অশান্তি থেকে জুনিয়র বচ্চনের বিচ্ছেদের খবর হাওয়ায় ভাসছে। আর সেই জল্পনা আরও জোরালো হয়েছে গত এক বছর ধরে। অম্বানি পরিবারের জমকালো বিয়ের অনুষ্ঠানে গতবছর একসঙ্গে বচ্চন পরিবারের সকলে হাজির হয়ে একসঙ্গে ছবি তুললেও ঐশ্বর্য রাই বচ্চনকে সেখানে দেখা যায়নি। পরে মেয়ে আরাধ্যাকে নিয়ে সেই পার্টিতে এসেছেন ঐশ্বর্য। কেন পরিবারের সঙ্গে না এসে একা মেয়েকে নিয়ে এলেন ঐশ্বর্য সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ জল্পনায় মুখ খুললেন অভিষেক বচ্চন।
নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে এতদিন নানা জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে অভিষেক বলেন, "দিনের শেষে আমি আমার পরিবারের কাছে ফিরতেই ভালোবাসি। আমার স্ত্রী কখনই বাইরের মানুষের কথায় কর্ণপাত করেন না আর শুধু তাই নয় প্রথমে আমার মা এবং তারপরে আমার স্ত্রী এঁরা দু'জনেই বাইরের বিষয়কে পরিবারের উপর প্রভাব ফেলতে দেন না।" ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই অভহিশেককে নিয়ে দানা বেঁধেছিল আরও এক গুঞ্জন। শোনা গিয়েছিল নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিষেক। আর ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এটিই নাকি প্রধান কারণ। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।
এর আগে বিনা বাক্যব্যয়ে বিচ্ছেদ জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বচ্চন বধূ ঐশ্বর্য। কান চলচ্চিত্র উৎসবে দুধ সাদা পোশাক পরে একমাথা সিঁদুরে সেজে বিবাহ বিচ্ছেদের জল্পনা যে একবারেই মনগড়া তা বুঝিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য। নিজের ব্যক্তিগত জীবনকে কখনই জনসমক্ষে তুলে ধরেননি তিনি। চুপ থেকে সময়মতো সঠিক উত্তর দিয়েছেন। এবার সেই জুতোয় পা গলালেন অভিষেক। স্ত্রী ও পরিবারই যে তাঁর কাছে সব তা বলে কার্যত বিবাহ বিচ্ছেদের জল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন জুনিয়র বচ্চন।