shono
Advertisement
Abir Chatterjee Raktabeej 2

আট বছরের 'ব্লকবাস্টার বন্ধুত্ব', এবারের পুজোতেও নন্দিতা-শিবপ্রসাদের বাজি আবির

পুজোর 'গেমচেঞ্জার' আবির চট্টোপাধ্যায়কে নিয়ে কী বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
Published By: Sandipta BhanjaPosted: 03:04 PM Jul 03, 2025Updated: 03:38 PM Jul 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবির চট্টোপাধ্যায়। কখনও তিনি 'ফেলুদা', কখনও 'ব্যোমকেশ' আবার কখনও বা তিনি 'সোনাদা'। বিগত দেড় দশকে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন। গত কয়েক বছরে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখলেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় মানেই কিন্তু পুজো রিলিজ হিট। 'সোনাদা' হিসেবে রেকর্ড গড়ার পর, পরপর দু' বছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে পুজোর বক্স অফিসে বাজিমাত করেছেন অভিনেতা। তবে আবির ব্যবসার অঙ্ক কিংবা হিসেব-নিকেশে অতটা মাথা না ঘামালেও উইন্ডোজ কিন্তু চলতি বছরের পুজোতেও আবির চট্টোপাধ্যায়কেই (Abir Chatterjee) বাজি ধরেছে।

Advertisement

নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে এবারের পুজোর মরশুমেও 'রক্তবীজ ২'তে মারকাটারি অ্যাকশন দেখাবেন পঙ্কজ সিংহ ওরফে আবির। বিগত আট বছরের 'ব্লকবাস্টার বন্ধুত্ব' তাঁদের। শুরুটা হয়েছিল ২০১৮ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'মনোজদের অদ্ভূত বাড়ি' সিনেমা দিয়ে। পরবর্তীতেও উইন্ডোজ-এর বেশ কয়েকটি হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে উইন্ডোজ-এর ব্যানারেই 'ফাটাফাটি' উপহার দিয়েছিলেন অভিনেতা। তবে খেলা ঘোরায় 'রক্তবীজ' (Raktabeej 2)-এর পঙ্কজ সিংহ চরিত্রটি। তুমুল জনপ্রিয়তা পান আবির।

তেইশের পুজোর বক্স অফিসে সেই ছবি দিয়ে সাড়া ফেলে চব্বিশ সালের উৎসবের মরশুমেও 'বহুরূপী' দিয়ে বিজয়রথ ছুটিয়েছিল প্রযোজনা সংস্থা। যা কিনা ২০২৪ সালের সবথেকে বড় বাংলা ব্লকবাস্টার সিনেমা হিসেবে নাম লিখিয়েছিল। উল্লেখ্য, 'রক্তবীজ' ছবিতেই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। যা কিনা বেজায় প্রশংসাও কুড়িয়েছিল। এবারের পুজোতেও সেই সিনেমার সিক্যুয়েলের 'গেমচেঞ্জার' হওয়ার আশায় বুক বেঁধেছেন দর্শক-অনুরাগীরা। যে ছবিতে আবারও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, নির্ভীক পুলিশ অফিসার পঙ্কজের চরিত্রে হিসেবে দেখা যাবে আবিরকে। স্বাভাবিকভাবেই দর্শক-অনুরাগীরা যে পুজোর পর্দায় সেই দাপুটে পুলিশের কর্মকাণ্ড দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। এপ্রসঙ্গে কী বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?

প্রযোজক, অভিনেতা তথা পরিচালকের মন্তব্য, "দুর্গাপুজোয় ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার ক্ষেত্রে আবির ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছেন। এবছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এখনও পর্যন্ত সবথেকে উত্তেজনাপূর্ণ দুর্গাপূজোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা। এবারেও মারাকাটারি অ্যাকশন হিরো অবতারে আবির চট্টোপাধ্যায়কে দেখার সুযোগ পাবেন দর্শকরা। আর উৎসবের মরশুম মানেই আমাদের বন্ধুত্ব উদযাপন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সোনাদা' হিসেবে রেকর্ড গড়ার পর, পরপর দু' বছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে পুজোর বক্স অফিসে বাজিমাত করেছেন অভিনেতা।
  • 'রক্তবীজ' ছবিতেই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়।
  • এবারের পুজোতেও সেই সিনেমার সিক্যুয়েলের 'গেমচেঞ্জার' হওয়ার আশায় বুক বেঁধেছেন দর্শক-অনুরাগীরা।
Advertisement