সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজতে চলেছে সানাই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 'বাহুবলী' প্রভাস (Prabhas)। মাস দুয়েক আগে সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটা পোস্টেই জল্পনার পালে হাওয়া লাগল। বছর দুয়েক ধরেই যদিও শোনা যাচ্ছে যে, প্রভাস বিয়ে করতে চলেছেন। সেই জল্পনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেও বিয়ের দিনক্ষণে সিলমোহর বসাননি দক্ষিণী তারকা। তবে এবার সম্ভবত পরিবারের দেখা পাত্রীর সঙ্গেই চার হাত এক হতে চলেছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, হবু কনের সঙ্গে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার কোনও সম্পর্ক নেই। নায়িকাদের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন যতই শোনা যাক না কেন, শেষমেশ গুরুজনদের দেখা পাত্রীর গলাতেই মালা দিতে চলেছেন নেতা-অভিনেতা কৃষ্ণম রাজুর বংশধর প্রভাস। হায়দরাবাদের এক ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। জানা গেল, একেবারে নীরবেই বিয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রভাসের পরিবার। যেন কাকপক্ষীতে টের না পায়! প্রভাসের কাকা কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী নিজেই নাকি বিয়ের সব আয়োজন সারছেন।
গত জানুয়ারি মাসেই জনপ্রিয় দক্ষিণী সিনেবাণিজ্য বিশ্লেষক এক্স হ্যান্ডেলে প্রভাসের নাম লিখে পাশে ব্রাইড ইমোজি পোস্ট করেছিলেন। কোন শব্দ খরচ করেননি। আর মনোবালা বিজয়বালনের সেই পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত হয়। এবার কানাঘুষো জানা গেল, পাত্রীর পরিচয়। অনুরাগীদের উত্তেজনা আর বাঁধ মানছে না। শুভেচ্ছার জোয়ার সোশাল মিডিয়ায়। এর আগে শোনা গিয়েছিল, বহুদিন থেকেই নাকি প্রভাস দক্ষিণী সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন। তবে প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করতে চাননি অনুষ্কা বা প্রভাসের কেউই। এবার শোনা গেল, সেই সম্পর্কে ইতি টেনেছেন দু'পক্ষই। চলতি বছরেই বিয়ে করছেন প্রভাস। তবে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেছেন, 'এবার নিশ্চিত তো?' জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুলল দক্ষিণী সুপারস্টারের টিম। সাফ জানিয়ে দিয়েছে, "ভুয়ো খবর। দয়া করে গুজবে কান দেবেন না!"