সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ হওয়ার পর আওয়ামি লিগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনুস সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত। দিন কয়েক আগে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার গ্রেপ্তার হলেন দুই বাংলার পরিচিত নায়িকা নুসরত ফারিয়া। রবিবার দুপুরে তিনি থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর পুলিশ বিভাগে।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামি লিগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এছাড়া একটি হত্যামামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানা গিয়েছে। রবিবার অভিনেত্রী ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই খবর জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। অভিনেত্রীর গ্রেপ্তারি ইউনুস সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে শিল্পীমহলের একটা বড় অংশই।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে নুসরত ফারিয়া প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ। প্রায় ১০ বছরের কেরিয়ার তাঁর। অভিনয় ছাড়াও সঞ্চালনা, গান, মডেলিং, রেডিও জকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩১ বছর বয়সী চট্টগ্রামের কন্যা। সম্প্রতি শ্যাম বেনেগালের 'মুজিব: দ্য মেকিং অফ এ নেশন' ছবিতে মুজিবকন্যা শেখ হাসিনার ভূমিকায় নুসরতের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। এছাড়া টলিউডেও একাধিক জনপ্রিয় সিনেমায় নুসরতের অভিনয় ছিল নজরকাড়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেপ্তারির ঘটনায় মর্মাহত এপাড়ের অনুরাগীরাও। পুলিশ সূত্রে খবর, ভাটারা থানায় নুসরতের নামে মামলা ছিল। তার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হলেও থানায় নয়, আপাতত ঢাকা মহানগর পুলিশের হেফাজতেই তিনি রয়েছেন। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।
