shono
Advertisement
Sreemoyee Chattoraj

বিয়ের আগে কাঞ্চনের থেকে কী চেয়েছিলেন শ্রীময়ী? খোলসা করলেন অভিনেত্রী

কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য নিয়ে যেন অনুরাগীদের কৌতূহলের মাত্রা বেশ খানিকটা বেশি।
Published By: Sayani SenPosted: 09:45 PM Mar 09, 2025Updated: 09:45 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য নিয়ে যেন অনুরাগীদের কৌতূহলের মাত্রা বেশ খানিকটা বেশি। বিয়ের আগে তারকা বিধায়কের থেকে ঠিক কী চেয়েছিলেন অভিনেত্রী, নারী দিবসে তা খোলসা করলেন তিনি।

Advertisement

শনিবার কালীঘাটে এক অনুষ্ঠানে যোগ দেন শ্রীময়ী। বলেন, "আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার বাড়িতে বা আমার মাও এত প্রেস, মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া কেউ দেখতে অভ্যস্ত নন। তিনিও যখন সোশাল মিডিয়ায় এত কুৎসা দেখেন, তাঁর চোখে থেকেও জল পড়ে। তবে সেই জায়গা থেকে আমার বাঁচার আশাই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমিও যখন কাঞ্চনকে বিয়ে করার কথা ভাবি, তখন বলেছিলাম, সোনা-গয়না নয়, আমাকে যেটা দিতে হবে, সেটা সম্মান। যেখানে আমি মাথা উঁচু করে বাঁচতে পারব। এখানে বসে থাকা প্রত্যেক পুরুষকে তাই বলব, স্ত্রীদের টেকেন ফর গ্রান্টেড ভাববেন না। আর বলব, কোনও ঘটনা ঘটলে ফেসবুকে না লিখে, রাস্তাঘাটে যখন ঘটনা ঘটে তখন এগিয়ে যান, চিৎকার করুন। কিছু ঘটে যাওয়ার পর মোমবাতি মিছিল করে লাভ নেই। সকলের কাছে আমার বিনীত আবেদন, মান আর হুঁশটাকে বাঁচান, কারণ, আমরা মানুষ।"

পুরুষদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন অভিনেত্রী। বলেন, "আমিও একজন নারী, কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আমি তো চাইব আমার মেয়েও নিজের পায়ে দাঁড়াক। আমি আজ সমস্ত পুরুষদের বলব, যাঁরা ভাই, বাবা কিংবা স্বামী, তাঁদের বলব, নারীদের সম্মান দিন, সেটাই তাঁদের কাছে সেরা পাওনা।" নারী দিবস নিয়ে তাঁর ভাবনাও স্পষ্ট করেন শ্রীময়ী। তাঁর মতে, "আমার মনে হয় নারী দিবসটা প্রত্যেক দিনের হওয়া উচিত। আমরা একটা দিন নারীদের সম্মান করছি, মঞ্চে ডেকে উত্তরীয়, মোমেন্টো দিচ্ছি। আমার মনে হয় নারী দিবস সেদিনই প্রকৃতভাবে হবে, যেদিন প্রতিটা নারীকে প্রত্যেকদিন সম্মানিত করা হবে। আমার কাছে নারীর অর্থ হিসাবে আমি আমার মায়ের দিকে দেখে এসেছি।"

তিনি আরও বলেন, "আমার মা প্রত্যেকদিন কাঁধে ব্য়াগ নিয়ে কাজে যান না, অফিসে যান না, কোনও বেতন পান না। তবে আমার মা ২৪ X ৭ ডিউটি নিঃস্বার্থভাবে পালন করেন পরিবারের জন্য। আমার পরিবারে মা দুই বোনকে মানুষ করেছেন, আমার বাবা কখন অফিস যাবেন, সেই মতো টিফিন করে দেওয়া থেকে শুরু সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করে চলেছেন। তাহলে সেই নারীকে কি আমরা সম্মান দেব না?" তাঁর আরও সংযোজন, "আর আমার তো মনে হয়, আমার বাড়িতে যে পরিচারিকা, যিনি কাজের দিদি, তাঁদের জন্য়ও নারী দিবস হওয়া উচিত। কারণ, তাঁদের জন্য স্পেশাল কোনও অ্যাওয়ার্ড হয় না। তাঁদের জন্য স্পেশাল কোনও অনুষ্ঠান হয় না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারকাদের নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক।
  • কিন্তু কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য নিয়ে যেন অনুরাগীদের কৌতূহলের মাত্রা বেশ খানিকটা বেশি।
  • বিয়ের আগে তারকা বিধায়কের থেকে ঠিক কী চেয়েছিলেন অভিনেত্রী, নারী দিবসে তা খোলসা করলেন তিনি।
Advertisement