সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিপাড়ায় খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণদীপ হুডা এবং লিন লাইশরম। ২৯ নভেম্বর, বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিলেন অভিনেতা। ২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরীকন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ (Randeep Hooda)। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন অভিনেতা।
লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় 'অমাবস্যার চাঁদে'র মতোই। দ্বিতীয় বিবাহবার্ষিকীও তাই নিভৃতেই কাটাচ্ছেন অ্যাডভেঞ্চারপ্রেমী দম্পতি। শনিবারের পোস্টেও দেখা গেল, জঙ্গলের মাঝে ক্যাম্পফায়ার উপভোগ করছেন লিন-রণদীপ। আর সেখান থেকেই সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন তাঁরা। তারকাদম্পতির মন্তব্য, "দু' বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার... খুদে আসার পথে।" আসন্ন 'প্যারেন্টহুড' নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরম দুজনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।
নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ মোটলির সূত্রে আলাপ রণদীপ-লিনের। তার পর বন্ধুত্ব এবং প্রেম। শোনা যায়, কোভিডের সময় থেকেই সহবাসে ছিলেন তারকাজুটি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুডা (Randeep Hooda) এবং লিন লাইশরম। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কিন্তু কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মণিপুরীকন্যা। পরে ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন।
