সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে না, 'বাপ কা বেটা'! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তাঁর চেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একথা অক্ষরে অক্ষরে প্রযোজ্য। টলিউডে অবশ্য বুম্বাপুত্র 'মিশুক' নামেই পরিচিত। তৃষাণজিতের (Trishanjit Chatterjee) সুদর্শন চেহারা দেখে সাধ করে অনুরাগীরা বলেন, 'যেন বাবার মুখ বসানো।' সত্যিই তাই! যেমন হাসি, তেমনই চাহনি। সুঠাম চেহারা। বসন্ত পঞ্চমীতে 'বাপ-বেটা' জুটিতে একেবারে শোরগোল ফেলে দিলেন নেটপাড়ায়। ভক্তরা বলছেন, 'এক ছবিতেই সুপারহিট!'
বারো বছর বাদে ছেলে মিশুক বাড়ির সরস্বতী পুজোয় (Saraswati Puja 2025)। সেই উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি 'উৎসবে' সাজো সাজো রব। বাগদেবীর পুজো বলে কথা! ধুতি-পাঞ্জবিতে একেবারে আদ্যোপান্ত বাঙালিয়ানা সাজে ধরা দিলেন প্রসেনজিৎ এবং মিশুক। যেমন বাবা, তেমন ছেলে। বুম্বাদার পরনে সাদা পাঞ্জাবি। যার বুক জুড়ে লাল-হলুদ, কালো সুতোর কাজ। পাশে বাবার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে মিশুকের মুখে স্মিত হাসি। তৃষাণজিৎও আকাশি রঙের পাঞ্জাবিতে ক্যামেরার সামনে পোজ দিলেন। এবারের সরস্বতী পুজোটা যে ইন্ডাস্ট্রির কাছে ভীষণ স্পেশাল, সেটা তাঁর পোস্ট দেখেই বোঝা গেল। ফ্রেমবন্দি হল বাবা-ছেলের খুনসুঁটির মুহূর্তও।
প্রসেনজিৎ-মিশুকের একটি ছবির পোজ দেখে অবশ্য নেটিজেনদের ধারনা, তাঁরা বুঝি, খিচুড়ি ভোগের খোঁজ করছেন। আর করবেন না-ই বা কেন? সরস্বতী পুজো মানেই তো কবজি ডুবিয়ে খিচুড়ি, লাবড়া, আলুরদম, কুলের চাটনিতে উদরপূর্তি। বুম্বাদার বাড়িতেও পেটপুজোর আয়োজনে খামতি নেই। গতবছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মিশুক। তার পর তেকেই বাবার ছায়াসঙ্গীর মতো তাঁকে সর্বত্র দেখা যায়। গুটি গুটি পায়ে তিনিও যে পুরোদস্তুর বাবার মতোই তরুণীদের হার্টত্রব হয়ে উঠেছেন, সেটা সোশাল মিডিয়ায় নজর রাখলেই বোঝা যায়।
প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। গত বছরই তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন তারকা সন্তান। সেই ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। বাবার মতোই হ্যান্ডসাম তৃষাণজিৎ। প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে নাকি তাঁর ছিল না। ফুটবলই ছিল ধ্যান আর জ্ঞান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছেও পালটায়। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ। বাবার গানে রিল ভিডিও-ও করতে দেখা গিয়েছে তাঁকে। এবার কী তাহলে অভিনয় জগতে প্রবেশের অপেক্ষা? আশায় দিন গুনছেন অনুরাগীরা। গতবছর জানুয়ারি মাসে ছেলের সঙ্গে ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছিলেন, “জীবনে যা করবে তাতেই যেন সাফল্য পাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হয়ে থেকো। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সাথে।”
