সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বেঙ্গালুরুর বাস্তিয়ান ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর বুধবার সাতসকালে শিল্পা শেট্টির (Shilpa Shetty) দাদরার রেস্তরাঁয় আয়কর হানা। বিগত কয়েক মাসে একাধিকবার আইনি কেলেঙ্কারিতে জড়িয়েছেন অভিনেত্রী। এবার বাধ্য হয়ে মুখ খুললেন শিল্পা শেট্টি।
রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! পর্নকাণ্ডের পর মাসখানেক আগে ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। লুক নোটিস জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তারকাদম্পতির বিদেশ ট্যুরও। এবার সাধের রেস্তরাঁ বাস্তিয়ানের জন্য ফের আইনি গেরোয় অভিনেত্রী। মঙ্গলবার শিল্পা শেট্টির মালিকানাধীন বাস্তিয়ান রেস্তরাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তরাঁ খোলা ছিল। যার জেরে প্রশ্ন ওঠে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত খদ্দেরদের পার্টি করার অনুমতি দিল? সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় বেঙ্গালুরুতে। এমনকী আটক করা হয় রেস্তরাঁর ম্যানেজারকেও। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার মুম্বইয়ের দাদর এলাকার বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের তরফে তল্লাশি চালানো হয়।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ৬০ কোটির আইনি কেলেঙ্কারির জেরেই এদিন আয়কর হানার মুখে পড়তে হয় মায়ানগরীর এই সেলেব রেস্তরাঁকে। স্বাভাবিকভাবেই লাগাতার আইনি কেলেঙ্কারির জেরে সমালোচনার মুখে পড়েছেন শিল্পা শেট্টি। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সরব অভিনেত্রী। বুধবার আয়কর হানার মুখোমুখি হওয়ার পর ইনস্টা স্টোরিতে কড়া ভাষায় অভিনেত্রী লেখেন, "এহেন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগগুলিকে আমরা সাফ অস্বীকার করছি। যে বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে, কোনওরকম আইনি ভিত ছাড়াই সেগুলিতে রং লাগানো হচ্ছে। এই মামলাটি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার পর, আমরা নিশ্চিত যে ন্যায়বিচার জয়লাভ করবে। এবং দেশের বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।"
