shono
Advertisement
Nachiketa Chakraborty

'এবার মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব', হাসপাতাল থেকে ফিরেই বিস্ফোরক নচিকেতা

জীবনমুখী শিল্পীর কণ্ঠে আচমকা 'জীবনবিমুখ' সুর কেন?
Published By: Sandipta BhanjaPosted: 02:59 PM Dec 17, 2025Updated: 03:35 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরেছেন নচিকেতা চক্রবর্তী। তার দিন কয়েক কাটতে না কাটতেই অভিমানী সুর 'আগুনপাখি'র কণ্ঠে। বুধবার, ১৭ ডিসেম্বর সোশাল মিডিয়ায় 'মৃত্যু মস্ত ফাঁকি' শীর্ষক একটি 'জীবনবিমুখ' বার্তা ভাগ করে নিয়েছেন শিল্পী। সেখানেই বিস্ফোরক মন্তব্য নচিকেতার (Nachiketa Chakraborty) সুরে। বললেন, "এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই কথা দিচ্ছি, মরে যাওয়ার চেষ্টা করব।" যে শিল্পী বিগত তিন দশক ধরে শ্রোতা-অনুরাগীদের জীবনমুখী গানে মন্ত্রমুগ্ধ করে এসেছেন, তাঁর কণ্ঠে আচমকাই এহেন জীবনবিমুখ সুর কেন? প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

Advertisement

শিল্পী জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ১০ ডিসেম্বর রাতে এহেন 'উপলব্ধি' লিপিবদ্ধ করেছিলেন তিনি। কিন্তু জীবনমুখী শিল্পীর কণ্ঠে এহেন মৃত্যুসুর কেন? খোঁজ নিয়ে জানা গেল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন নেটবাসিন্দাদের একাংশ নচিকেতার মৃত্যুকামনা করেছিলেন। আর তাতেই আঘাত পেয়েছেন 'আগুনপাখি'। আর সেই অভিমানই উগড়ে দিয়েছেন এহেন ভিডিওবার্তায়। নচিকেতাকে বলতে শোনা গেল, "আমাকে তো আমার যা আয়ু, তার থেকে বেশিবার মারা হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। আবারও বেঁচে এলাম। হয়তো ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন। এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই কথা দিচ্ছি, মরে যাওয়ার চেষ্টা করব। অন্তত আপনাদের মান রাখতে।"

পাশাপাশি শব্দরাজিতে নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি নচিকেতা! সেই ভিডিও বার্তায় শিল্পীকে বলতে শোনা যায়, "আমি লিখছি যাতে লোকে পড়ে। ভালো লাগলে ভালোটা নিজের কাছে রাখবেন। আর ভালো না লাগলে ভুলে যান। কমেন্ট করবেন না। কারণ আমি আপনার কমেন্টের আশায় এটা লিখছি না। আমার কারও কমেন্টের প্রয়োজনও নেই। অন্তত এই সামান্য বিষয়ে। আপনি হয়তো বলবেন, বারে! আপনি লিখবেন, আর আমি কমেন্ট করব না! আমি তাহলে বলব, আপনি তো আমার পুরনো তক্তপোষটার মতো, ওটার উপর বসে কোনও অভিব্যক্তি প্রকাশ করলেই ওর নিজের শব্দে কমেন্ট করে বসে। কিন্তু এটা তো ওই তক্তপোষটার জীর্ণতার ব্যধি। তাহলে আপনিও কি ব্যধিগ্রস্ত? কমেন্ট করার আগে ভাববেন।"

সম্প্রতি বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। সেইমতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে। সেখবর প্রকাশ্যে আসতেই নেটভুবনের একাংশ নচিকেতার মৃত্যুকামনা করে উল্লাসে মেতে উঠেছিল। শিল্পী হলেও হাজার হোক তিনি একজন মানুষ, আঘাত পাওয়া অস্বাভাবিক নয়। সেই প্রেক্ষিতেই ভিডিও বার্তায় নচিকেতার হুঁশিয়ারি, "এবার মৃত্যুঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরেছেন নচিকেতা চক্রবর্তী।
  • বুধবার, ১৭ ডিসেম্বর সোশাল মিডিয়ায় 'মৃত্যু মস্ত ফাঁকি' শীর্ষক একটি 'জীবনবিমুখ' বার্তা ভাগ করে নিয়েছেন শিল্পী।
  • শিল্পী জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ১০ ডিসেম্বর রাতে এহেন 'উপলব্ধি' লিপিবদ্ধ করেছিলেন তিনি।
Advertisement