shono
Advertisement
Ridhima Ghosh

মায়ের স্মৃতিতে বুঁদ হয়ে বড়দিন উপলক্ষে কুকিজ তৈরিতে ব্যস্ত রিদ্ধিমা, দোসর একরত্তি ধীর

উৎসবের সঙ্গে তাল মিলিয়ে রিদ্ধিমা ও ধীর পরেছে লাল রঙের পোশাক।
Published By: Arani BhattacharyaPosted: 04:41 PM Dec 17, 2025Updated: 05:05 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে শীতকাল আর তার উপর আবার বড়দিনের মরশুম। আর এই মরশুমে মনটা একটু কেক-কুকিজ করে বইকি। আমজনা থেকে তারকা প্রত্যেকেই এই সময়ে নিজেদের অন্দরমহল সাজানো থেকে নানা সুস্বাদু পদ বানানোর জন্য সবরকম প্রস্তুতি নেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী রিদ্ধিমা ঘোষও। এমনিতেই বেকিং অভিনেত্রীর ভীষণই পছন্দের। প্রতিবছর এই সময়টা নানা রকমের কুকিজ তৈরিতে মেতে ওঠেন রিদ্ধিমা (Ridhima Ghosh)। এবারেও তার ব্যাতিক্রম নয়। তবে এবার তাঁর দোসর হয়েছেন ছোট্ট ধীর। 

Advertisement

ছেলেকে সঙ্গে নিয়ে কুকিজ বানানোর নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রিদ্ধিমা। ক্যাপশনে লিখেছেন, 'আমি নিজে ছোট থেকে বড় হয়েছি বড়দিনে আমার মায়ের সঙ্গে কুকিজ বানিয়ে। আনন্দ করে, কুকিজের জন্য মাখা ময়দার ডো'তে কামড় দিয়ে, দুষ্টুমি করে। আর আজ আমার মতোই ধীরও কুকিজ বানাচ্ছে। আমি যেন আমার ছোটবেলাটা ওর মধ্যে দেখতে পাচ্ছি আর নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করছি। আসলে কিছু ঐতিহ্য শুধু ধারা বয়ে নিয়েই যায় না। সঙ্গে নিয়ে চলে ভালোবাসাও। যা একটু একটু করে বাড়ে বই কমে না।'

 

এদিন রিদ্ধিমার ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখতেই দেখা গেল বাড়ির অন্দরমহল সেজেছে বড়দিনের সাজে। রয়েছে ক্রিসমাস ট্রি। আর উৎসবের সঙ্গে তাল মিলিয়ে রিদ্ধিমা ও ধীর পরেছে লাল রঙের পোশাক। ধীর আবার পরেছ নিজের নাম লেখা লাল রঙের অ্যাপ্রন। মায়ের সঙ্গে বড়দিনের স্পেশাল কুকিজ বানাতে পারার আনন্দ ধরা পড়েছে একরত্তি ধীরের চোখেমুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবছর এই সময়টা নানা রকমের কুকিজ তৈরিতে মেতে ওঠেন রিদ্ধিমা।
  • এবারেও তার ব্যাতিক্রম নয়। তবে এবার তাঁর দোসর হয়েছেন ছোট্ট ধীর। 
  • ছেলেকে সঙ্গে নিয়ে কুকিজ বানানোর নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রিদ্ধিমা।
Advertisement