সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে প্রতিদিন নতুন নতুন মাইলফলক তৈরি করছে রণবীরের 'ধুরন্ধর'। এই সপ্তাহে এবার এই ছবি বক্স অফিসে গড়ল নতুন রেকর্ড। দেশব্যাপী 'ধুরন্ধর'-এর এখনও অবধি মোট অ্যায় ৪১১ কোটি। অন্যদিকে ইতিমধ্যেই মাত্র বারো দিনের মাথাতেই বিশ্বব্যাপী এই ছবি মোট ব্যবসা করেছে ৬২৩ কোটি।
মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে এই ছবি নিষিদ্ধ হওয়ার পরও ব্যবসার নিরিখে পিছনে ফেলেছে অতীতে রেকর্ড তৈরি করা বহু ছবিকেই। এই ছবি যেভাবে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে তাতে প্রথম থেকেই সিনে বিশ্লেষকেরা হতবাক হয়েছেন প্রথম থেকেই। যা বলিউডের ছবির ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করছে বলেই বলেছেন তাঁরা। ইতিমধ্যেই ব্যবসার নিরিখে 'ধুরন্ধর' পিছনে ফেলেছে প্রভাসের ছবি 'সালার'-সহ থালাইভা রজনীকান্তের '২.০' ছবিকেও। এই দুই ছবি বক্স অফিসে যথাক্রমে ৪০৬ কোটি ও ৪০৭ কোটির ব্যবসা করেছিল। আর তাই সিনে বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী এই ছবি ৫০০কোটির ঘরে প্রবেশ করতেও খুব বেশি সময় নেবে না। তবে 'ধুরন্ধর' এর জার্নি কিন্তু এখানেই শেষ নয়। এই ছবি দৈর্ঘ্যে এতটাই বেশি ছিল যে তা দু'টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আর সেইমতো আগামী ১৯ মার্চ ২০২৬ এ মুক্তি পাবে 'ধুরন্ধর' ছবির সিক্যুয়েল।
এই ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছেন। সিনেপ্রেমীরা বলছেন, শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে এহেন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় ‘রোমহর্ষক’ অর্জুন রামপাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া রয়েছে কে আর মাধবনের চরিত্রটিতে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এতজন নামী অভিনেতার সমাবেশই ছবিটি সম্পর্কে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ট্রেলার ও টিজারের ভালো প্রতিক্রিয়া। যার ফলে ‘ওপেনিং’ বেশ ভালো হয়েছিল। এবার ছবিটি সম্পর্কে দর্শকের উচ্ছ্বাস বাড়িয়ে চলেছে বক্স অফিস।
