shono
Advertisement
Naseerudin Shah On Diljit Dosanjh

দিলজিতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে আত্মীয়তার কথা! বিতর্ক বাড়তেই 'চরম পদক্ষেপ' নাসিরুদ্দিনের

দিলজিৎকে সমর্থন করে রোষানলে নাসিরুদ্দিন শাহ, তোলপাড় বলিউড!
Published By: Sandipta BhanjaPosted: 12:02 PM Jul 01, 2025Updated: 02:15 PM Jul 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা দিলজিৎ দোসাঞ্ঝ! পাঞ্জাবি পপস্টার তথা অভিনেতার 'সর্দারজি ৩' ছবির রিলিজ নিয়ে দেশজুড়ে গেল গেল রব। এমতাবস্থাতেই সোশাল মিডিয়ায় ফলাও করে পোস্ট দিয়ে দিলজিতের পাশে দাঁড়িয়েছিলেন নাসিরুদ্দিন শাহ (Naseerudin Shah On Diljit Dosanjh)। শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিকদের সঙ্গে আত্মীয়তার কথা উল্লেখ করে নিন্দুকদের 'জুমলা পার্টি', 'গুন্ডা' বলেও কটাক্ষ করতে পিছপা হননি তিনি। যার জেরে এবার পালটা প্রবীণ অভিনেতাকে 'দেশদ্রোহী' কটাক্ষ শুনতে হচ্ছে। সোমবার থেকেই নাসিরুদ্দিনের 'বিতর্কিত পোস্ট' নিয়ে নেটপাড়ায় শোরগোল। নিন্দা করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়জ-এর সভাপতি অশোক পণ্ডিতও। এবার বিতর্ক বাড়তেই 'চরম পদক্ষেপ' করলেন নাসিরুদ্দিন শাহ!

Advertisement

অশোক পণ্ডিতের মন্তব্য, "দিলজিৎ দোসাঞ্ঝ ইস্যু নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্যে আমরা মোটেই স্তম্ভিত নই। উনি আমাদের জুমলা পার্টি, গুণ্ডা কত কিছু বলে দিলেন। এরকম শিক্ষিত, বহুমুখী প্রতিভাবান অভিনেতা সর্বপরি ইন্ডাস্ট্রির গুরুজন হিসেবে আমাদের যা বললেন, এতে ওঁর হতাশা এবং ক্লান্তি প্রকাশ পেল। আর হ্যাঁ, উনি যে বলছেন, দিলজিতের কোনও দোষ নেই, এপ্রসঙ্গে বলব, ও তো অভিনেতা হিসেবেও পাকিস্তানি তারকাদের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারত। কিন্তু সেটা করেনি। আমাকে যদি এখন ভারত-পাকিস্তানের আসল সম্পর্কের কথা ওঁদের বোঝাতে বসতে হয়, তাহলে এর থেকে খারাপ কিছুই হয় না। নাসিরুদ্দিন শাহ, গত ৫০ বছর ধরে পাকিস্তান ভারতের উপর আক্রমণ হেনে যাচ্ছে। ভারতীয়দের মারছে, ধর্ষণ করছে। পুলওয়ামা, উড়ি, মুম্বইয়ের ২৬/১১ বিস্ফোরণ, আর কত নাম নেব? আমাদের জন্য দেশ আগে।" অশোক পণ্ডিতের এহেন তীব্র প্রতিক্রিয়ার পর পাক-সমর্থন করা নাসিরুদ্দিনের মন্তব্য নিয়ে মারাত্মক হইচই শুরু হয়। বিপাকে পড়ে শেষমেশ পোস্টটাই ডিলিট করে দিয়েছেন প্রবীণ অভিনেতা।

'সর্দারজি ৩' ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করে রোষানলে পড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। ক্ষমা চেয়েও চিঁড়ে ভেজেনি! তবে ভারতে তাঁর সিনেমা বয়কট হলেও পাকিস্তানে ব্যাপক ব্যবসা করেছে 'সর্দারজি ৩'। উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসের পরই আঁচ করা গিয়েছিল যে এই সিনেমার ভবিষ্যৎ বিশ বাঁও জলে! কারণ ছবিতে একগুচ্ছ পাক শিল্পী রয়েছেন। বিজেপিপন্থী ফিল্ম সংগঠন 'চিত্রপট কামগর অঘোরী'র তরফে এক বিবৃতি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, "ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ আমরা মোটেই বরদাস্ত করব না।" যার জেরে নতুন সিনেমা নিয়ে মহাফাঁপড়ে পড়েছেন দিলজিৎ। এমতাবস্থাতেই 'পাঞ্জাব দি পুত্তরে'র পাশে দাঁড়িয়ে বোমা ফাটান নাসিরুদ্দিন শাহ।

ঠিক কী বলেছিলেন নাসিরুদ্দিন? প্রবীণ অভিনেতার মন্তব্য, "আমি দিলজিৎ দোসাঞ্ঝের পাশে রয়েছি। 'জুমলা পার্টি'র লোকজন অপেক্ষাই করেছিল, কখন ওঁকে আক্রমণ করা যায়। ওদের লোকেরা হয়তো ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা ইস্যু পাওয়া গিয়েছে। তবে সিনেমার কাস্টিংয়ের দায়িত্ব তো দিলজিতের নয়, ওটা পরিচালকের। যাঁকে নিয়ে কেউ কথাই বলছেন না। পরিচালককে কেউ চেনেই না। আসলে দিলজিতের গোটা বিশ্বে খ্যাতি রয়েছে। তাই সবাই ওকে আক্রমণের জন্য বেছে নিয়েছে। ওঁর মনে তো বিষ নেই। তাই ছবির অভিনেতাদের নিয়ে আগে থেকে ও কিছু ভাবেনি।” এরপরই নাসিরুদ্দিন শাহের সংযোজন, “যারা দিলজিতের বিরোধিতা করছে তারা চায়, যে প্রতিটি ভারতীয় তাদের পাকিস্তানি বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করুক। এই গুন্ডাদের মূল উদ্দেশ্য, ভারত-পাকিস্তানের জনগণের মধ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া। পাকিস্তানে আমার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং কিছু প্রিয় বন্ধুবান্ধব আছেন। তাই কেউ আমাকে তাঁদের সঙ্গে দেখা করতে বা ভালোবাসা বিনিময়ে বাধা দিতে পারে না। এবং যারা আমাকে ‘পাকিস্তানে যাও’ বলবেন, তাদের প্রতি আমার প্রতিক্রিয়া হল ‘আপনি কৈলাসে যান’।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকস্তানি শিল্পীদিরে সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা দিলজিৎ দোসাঞ্ঝ!
  • নিন্দা করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়জ-এর সভাপতি অশোক পণ্ডিতও।
  • বিপাকে পড়ে শেষমেশ পোস্টটাই ডিলিট করে দিয়েছেন প্রবীণ অভিনেতা।
Advertisement