shono
Advertisement
Palash Muchhal

অতীত 'স্মৃতি' ভুলে কাজে ফিরছেন পলাশ মুচ্ছল, এবার নতুন ভূমিকায় তিনি

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনিই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, নতুন ছবি পরিচালনার মাধ্যমে এবার স্বাভাবিক ছন্দে অর্থাৎ কাজে ফিরছেন পলাশ।
Published By: Arani BhattacharyaPosted: 09:32 AM Jan 21, 2026Updated: 09:36 AM Jan 21, 2026

গত নভেম্বরেই স্মৃতি মন্ধানার সঙ্গে চারহাত এক হওয়ার কথা ছিল পলাশ মুচ্ছলের। কিন্তু ভাগ্যের পরিহাসে তা আর হয়ে ওঠেনি। তারপর বিগত দেড় মাসে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বিয়ে ভাঙার পর সেভাবে কোনও শো বা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি স্মৃতিকে। অন্যদিকে বিয়ে ভাঙা নিয়ে নানা সাফাই দিতে শোনা গিয়েছিল পলাশের পরিবারকেও। এবার অতীত 'স্মৃতি' দূরে সরিয়ে রেখে পেশাজীবনে ফিরতে চলেছেন পলাশ।

Advertisement

তবে এবার সঙ্গীতশিল্পী হিসেবে নয় বরং পরিচালনাতেই মন দিয়েছেন পলাশ। তাই তাঁকে যে এবার একেবারে ভিন্ন ভূমিকায় দেখাব যাবে সে কথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনিই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, নতুন ছবি পরিচালনার মাধ্যমে এবার স্বাভাবিক ছন্দে অর্থাৎ কাজে ফিরছেন পলাশ। যদিও এখনও সেই ছবির নাম ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, সঙ্গীতশিল্পী হিসেবে নয় বরং এবার পরিচালকের আসনে দেখা আজবে পলাশকে। শ্রেয়াস তালপাড়েকে নিয়ে নতুন ছবির গল্প ভাবছেন নতুন পরিচালক। ছবির বিষয়বস্তু নিয়ে সেভাবে মুখ খোলেননি পলাশ। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই শুরু হবে তাঁর নতুন ছবির শুটিং। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় পলাশের ছবির শুটিং হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে স্মৃতির সঙ্গে পলাশের বিয়ের নানা প্রস্তুতি নিয়ে সোশাল মিডিয়া থেকে সর্বত্র এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। তাঁদের ছবির মতো সুন্দর বিয়ের সাক্ষী হওয়ার জন্য মুখিয়ে ছিল প্রায় গোটা দেশ। কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। বিয়ের আসরে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। এরপর পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে উঠে আসে স্মৃতির সঙ্গে পলাশের প্রতারণা করার মতো বিষয়ও। যদিও এই নিয়ে স্মৃতি বা পলাশ কেউই সেভাবে মুখ খোলেননি। পরে স্মৃতি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ে বাতিল হওয়ার বিষয়টি জানান। এবার অতীতের সেই সমস্ত 'স্মৃতি'কেই পিছনে ফেলে নতুন ভূমিকায় নতুনভাবে ফিরছেন পলাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement