সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিৎ দোসাঞ্ঝ যেমন অভিনেতা, তেমন আবার সঙ্গীতশিল্পীও। দেশ, বিদেশে একাধিক কনসার্টে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। এবার ভারতে তাঁর কনসার্ট বাতিলের দাবিও উঠল। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের। সোশাল মিডিয়া থেকেও তাঁকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের তরফে মোট পাঁচ দফা দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে,
১. ভারতের সোশাল মিডিয়া থেকে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
২. ইউটিউব, স্পটিফাই, জিওশাভান-সহ সমস্ত ভারতীয় ওটিটি থেকে তাঁর গান এবং ছবি মুছে দিতে হবে।
৩. ভারতে তাঁর লাইভ কনসার্টকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৪. সরকারি কোনও অনুষ্ঠান কিংবা কর্মসূচি থেকে তাঁকে বাদ দিতে হবে।
৫. 'সর্দারজি ৩' ছবি তৈরির আর্থিক উৎসের তদন্ত করতে হবে।
উল্লেখ্য, প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন। চলতি বছরে মেট গালায় অংশ নেন ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে। যদিও সম্প্রতি বিতর্ক নিয়ে মুখ খোলেন দিলজিৎ। পাক অভিনেত্রী হানিয়া আমিরের পাশে দাঁড়ান তিনি।
