সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অব্যাহত 'ধুরন্ধর' ঝড়। মুক্তির পর প্রথম তিন দিনেই একশো কোটি পেরিয়েছে ছবির নেট কালেকশন। পরের দু'দিনে তা সামান্য কমলেও ছবিটি পেরিয়ে গিয়েছে দেড়শো কোটির গণ্ডিও। এই পরিস্থিতিতে ছবির সিকোয়েল ঘিরেও চড়ছে প্রত্যাশার পারদ। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ইদের সময়। আর সেই সময়ই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণেরও। কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ওই সময় মুক্তি পাচ্ছে না তাঁর ছবি।
১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা 'ধুরন্ধর ২'। এদিকে যশের প্যান ইন্ডিয়া ছবি 'টক্সিক'-ও মুক্তি পাচ্ছে একই দিনে। এদিকে একই সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল 'ধামাল ৪'-এর। কিন্তু পরিস্থিতি দেখে অজয় সটান সিদ্ধান্ত নিয়েছেন ওই সময়ে তাঁর ছবিটি রিলিজ না করার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমেডি ছবিটি মুক্তি পাবে মে মাসে। অজয় দেবগণের মতো সুপারস্টারও 'ধুরন্ধর'-কে যেভাবে সমীহ করছেন, তা থেকেই অনুমান করা যাচ্ছে বক্স অফিসে কতটা ঝড় তুলেছে ছবিটি।
রণবীরের ফিল্মিগ্রাফ দেখে প্রথমটায় সিনেবিশেজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘ধুরন্ধর’ মেরেকেটে বড়জোর ২০ কোটি টাকার ব্যবসা করবে প্রথম দিন। তবে সেই ভবিষ্যদ্বাণী উড়িয়ে আদিত্য ধর পরিচালিত সিনেমা পয়লা দিনেই ২৮ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে শনিবার ৩২ কোটির আয় হয়েছে। আর রবিবার ছুটির দিনে বক্স অফিসের সেই গ্রাফ একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫২.৭৫ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়িয়েছে ২২৪.৭৫ কোটি টাকায়। পঁচিশের ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’র রেকর্ড আগেই ভেঙেছে ছবিটি। এবার আরও বড় দৌড়ে এগোচ্ছে ছবিটি, এমনটাই মত বিশেষজ্ঞদের।
এদিকে ‘ধুরন্ধর’ এহেন গগনচুম্বী সাফল্যের মুখ দেখতেই মুম্বই থেকে আবু ধাবির উদ্দেশে উড়ে গিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। আবু ধাবির গ্যালারিতে বসে ফর্মুলা ওয়ান রেস উপভোগ করতে দেখা গিয়েছে বলিপাড়ার তারকা দম্পতিকে।
