shono
Advertisement
Dhurandhar FA9LA Track

রণবীর-অক্ষয়কে ১০ গোল, আসল 'ধুরন্ধর' মোদিই! ফিল্মি কায়দায় ভিডিও বিজেপির

'ধুরন্ধর' ব়্যাপের সঙ্গে মোদি ম্যাজিকে তোলপাড় নেটভুবন।
Published By: Sandipta BhanjaPosted: 04:22 PM Dec 09, 2025Updated: 04:22 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর'। মাত্র তিন দিনে একশো কোটির গণ্ডি পেরনো সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, ততোধিক চর্চায় 'ধুরন্ধর'-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। আর ক্রমবর্ধমান সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই এবার ফিল্মি কায়দায় মোদিস্তুতি বিজেপির।

Advertisement

বর্তমানে বিশ্বজুড়ে ঝড় তুলেছে 'ধুরন্ধর' সিনেমার FA9LA ব়্যাপ। মুক্তির মাত্র দিন তিনেকেই চড়চড়িয়ে বেড়েছে শ্রোতা-অনুরাগীর সংখ্যা। এবার সেই ট্রেন্ডেই গা ভাসাল পদ্মশিবির। বাহারিনের ব়্যাপার হুসাম অসীমের তৈরি এই ব়্যাপের সঙ্গে মোদি ম্যাজিকের মেলবন্ধন ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছে বিজেপি। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির জীবনচর্যার এক ছোট্ট ঝলক পাওয়া গেল। পাশাপাশি 'মাই গর্ভমেন্ট ইন্ডিয়া'র এক্স হ্যান্ডেলেও যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানেও দেখা গেল বিশ্বের তাবড় শীর্ষনেতৃত্বদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি। আর ব্যাকগ্রাউন্ডে 'ধুরন্ধর'-এর ঝড় তুলে দেওয়া FA9LA ব়্যাপ। ততোধিক কেতাদুরস্ত ক্যাপশনে লেখা- 'মোদির অধ্যায়েই শুধু এহেন দৃশ্যের সাক্ষী থাকা সম্ভব।'

একে 'ধুরন্ধর'-এর ব্লকবাস্টার ব়্যাপ, তার সঙ্গে মোদির তুমুল জনপ্রিয়তা, সবমিলিয়ে ওই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে নেটভুবনে। কারও মন্তব্য, 'এই তো সর্বকালের সেরা ধুরন্ধর।' কেউ বা ব্যক্তিত্বের প্রসঙ্গ উল্লেখ করে বললেন, 'মোদিজি তো অক্ষয় খান্না, রণবীর সিংকেও দশ গোল দিয়ে দিচ্ছেন।' আবার কারও মন্তব্য, 'মোদি তো নিজেই ট্রেন্ড সেট করেন।' এহেন নানা মন্তব্য ছেয়ে গিয়েছে নেটপাড়ায়। তবে এহেন মোদিস্তুতির কায়দা নিয়ে অবশ্য আপত্তিও তুলেছেন একাংশ। তাঁদের মতে, 'প্রধানমন্ত্রীর ভিডিওয় ভিলেনের এন্ট্রি সং! এটা তো আখেড়ে অপমান!' যদিও নানা মুনির নানা মত, তবে এই ভিডিও নিয়ে কিন্তু চর্চার অন্ত নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম।
  • ক্রমবর্ধমান সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই এবার ফিল্মি কায়দায় মোদিস্তুতি বিজেপির।
  • 'ধুরন্ধর'-এর ব্লকবাস্টার ব়্যাপ, তার সঙ্গে মোদির তুমুল জনপ্রিয়তা, সবমিলিয়ে ওই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে নেটভুবনে।
Advertisement