সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনি ডেপের সঙ্গে কার্তিক আরিয়ান। কিংবদন্তি হলিউড অভিনেতার সঙ্গে বলিউডের হার্টথ্রব। মঙ্গলবার একছবিতেই নেটভুবনে সাড়া ফেলে দিলেন 'রুহবাবা'। হিন্দি বিনোদুনিয়ার পিচে দাপিয়ে ব্যাটিং করার পর কি এবার পশ্চিমী সিনেজগতে শিকে ছিঁড়তে চলেছেন কার্তিক আরিয়ান? অনুরাগীমহলে কৌতূহল তুঙ্গে।
'জ্যাক স্প্যারো'র সঙ্গে কোথায় দেখা হল 'রুহবাবা'র? আসলে পঞ্চম রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে সম্প্রতি জেদ্দায় উড়ে গিয়েছেন কার্তিক। সংশ্লিষ্ট ফিল্মোৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার জন্য ইদ্রিস অ্যালবা, অ্যান্থনি হপকিনস, নিকোলাস হৌল্ট, রিজ আহমেদ, ডারেন অরোনফস্কি এবং এডগার রামিরেজদের মতো তাবড় 'গ্লোবাল আইকন'দের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেতাও। সেখানেই জনি ডেপের সঙ্গে সাক্ষাৎ কার্তিকের। অতঃপর নিজের 'ফ্যানবয় মোমেন্ট' ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করেননি অভিনেতা। মঙ্গলবার সেই ছবিই নেটপাড়ায় ভাগ করে নেন 'ভুল ভুলাইয়া ২' খ্যাত তারকা। যা দেখে অনুরাগীদের মন্তব্য, 'এ তো কোটি টাকার ছবি!' রুহবাবা কি তাহলে এবার হলিউডে পা দিতে চলেছেন? এমন কৌতূহলও উঁকি দিয়েছে নেটভুবনে।
ছবিতে নজর কাড়ল জনি ডেপের সঙ্গে কার্তিক আরিয়ানের বন্ধুত্বপূর্ণ সমীকরণ। 'রুহবাবা'র কাঁধে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন 'জ্যাক স্প্যারো'। আর সেই ছবি শেয়ার করেই ফিল্ম ফেস্টিভ্যালের নাম ধার করে কার্তিক লিখেছেন, "রেড সি'র জলদস্যুরা। 'জ্যাক স্প্যারো' আর 'রুহবাবা'।" সেই লেন্সবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়া দাপিয়ে বেড়াচ্ছে। কার্তিক আরিয়ান বর্তমানে 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' সিনেমার প্রচারে ব্যস্ত। এরপর 'নাগজিলা'র শুটিং শুরু করবেন তিনি। আরও একগুচ্ছ প্রজেক্ট রয়েছে তাঁর হাতে, তবে আদৌ হলিউডে পা দিচ্ছেন কিনা, সেই উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই।
