সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয়! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। এবার ফারহান আখতারের দেশাত্মবোধের প্রশংসায় পঞ্চমুখ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। পালটা রাজনীতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতাও। সেই প্রেক্ষিতেই বিনোদুনিয়ায় নতুন কৌতূহল, ফারহান (Farhan Akhtar) কি এবার রাজনীতিতে?
যুদ্ধের প্রেক্ষাপটে দেশাত্মবোধক সিনেমা বলিউডে এর আগেও হয়েছে, তবে ফারহান আখতার অভিনীত '১২০ বাহাদুর' যে সেই তালিকায় নতুন মাইলস্টোন গড়বে, তেমন ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। রিলিজের পর সিনেসমালোচকরা যেমন এই ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন, তেমনই দর্শকমহলেও বহুল প্রশংসিত হয়েছে '১২০ বাহাদুর'। এবার এই দেশাত্মবোধক সিনেমা দেখে ফারহান আখতারের প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ যাদব।
১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি '১২০ বাহাদুর'। চিনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ান কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়েছিলেন সেই বীরত্বের গাথাই ফুটে উঠেছে রজনীশ ঘাই পরিচালিত এই ছবিতে। ষাটের দশকের সেই ভারত-চিন যুদ্ধে ১১৪ জন জওয়ার শহিদ হয়েছিলেন। দেশমাতৃকার সেই বীরসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই '১২০ বাহাদুর' সিনেমাটি তৈরি করেছেন নির্মাতারা। আর সিনেপর্দায় এহেন দেশপ্রেমের কাহিনি দেখেই মুগ্ধ অখিলেশ যাদব। অতঃপর টিমের 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' ফারহান আখতারকে প্রশংসায় ভরাতেও ভুললেন না তিনি।
অখিলেশের মন্তব্য, "'১২০ বাহাদুর' ছবিটি সকলের অবশ্যই দেখা উচিত। বর্তমান প্রজন্ম, বিশেষ করে সেনাজওয়ানের আমাদের দেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এই ইতিহাস আমাদের সকলের গর্বের। যেভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনী কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সীমান্ত রক্ষা করেন, সেই প্রেক্ষিতে বলতেই হয়, আমাদের জওয়ানরা বিশ্বের সবথেকে বাহাদুর (সাহসী) সেনাবাহিনি। এই ছবিতে রেজাং লা যুদ্ধের সেই বীরত্বের কাহিনিই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যাপ্টেন রামচন্দের যাদব-সহ বাকি বীর জওয়ানদের গৌরবময় আখ্যানের এক জ্বলন্ত দলিল '১২০ বাহাদুর'।" সমাজবাদী পার্টির সুপ্রিমোর সংযোজন, "দেশপ্রেম শুধু একটি স্লোগান নয়, এটা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় সংকল্প। '১২০ বাহাদুর' ছবিটি সেই বার্তাই দেয়।"
অখিলেশকে পালটা ধন্যবাদ জানিয়েছেন ফারহান আখতারও। সপা সাংসদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, 'অখিলেশজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। '১২০ বাহাদুর'-এর পুরো টিমের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, শত ব্যস্ততার মাঝেও আপনি ছবিটি দেখেছেন এবং প্রশংসাও করেছেন।'
