সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের একসময়ের হিট জুটি তাঁরা। দর্শককে উপহার দিয়েছেন, 'নমস্তে লন্ডন', 'সিং ইজ কিং', 'ওয়েলকাম'র মতো ছবি। কথা হচ্ছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের। একসময় তাঁদের জুটির অনস্ক্রিন রসায়ন নিয়ে অফস্ক্রিনেও কম চর্চা হয়নি। যদিও সেই সব জল্পনা উড়িয়ে ভালো বন্ধু হয়েই থেকেছেন তাঁরা। প্রিয়বন্ধু ক্যাটরিনাকেই এবার চোখে হারালেন বলিউডের খিলাড়ি। বললেন 'তোমাকে মিস করছি', কিন্তু কেন?
আসলে, অক্ষয় ও ক্যাটরিনা অভিনীত ২০০৭ সালের ছবি 'ওয়েলকাম'র গান 'উঁচা লম্বা কদ', যা আজও সমানভাবে জনপ্রিয়। সেই গানই এবার ব্যবহার করা হবে অক্ষয়ের আগামী ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'এ। তবে পুরনো নয়, নতুনভাবে নির্মিত হচ্ছে এই গান। তাঁরই ছোটত ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আক্কি। সেখানে ক্যাটরিনার জায়গায় এবার দেখান যাচ্ছে দিশা পাটানিকে। রেড হট লুকে দিশা ঝড় তুলেছেন। অন্যদিকে কাউবয় লুকে দেখা যাচ্ছে অক্ষয়কে। সঙ্গে বাজছে গান। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওই ভিডিও পোস্ট করেন অক্ষয়। ক্যাপশনে লেখেন, 'আঠারো বছর আগের কথা। কিন্তু আজও স্মৃতির পাতায় তাজা হয়ে রয়েছে। সবসময়ের পছন্দের গান। ভীষণ নস্ট্যালজিক করে আমাকে। আমি এবং দিশা পাটানি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবি নিয়ে আসছি। তবে তোমাকে ভীষণ মিস করছি ক্যাটরিনা।'
অক্ষয় ও ক্যাটরিনা একসঙ্গে আটটি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছে, 'সিং ইজ কিং', 'নমস্তে লন্ডন', 'তিস মার খান', 'ব্লু'-সহ আরও অনেক ছবি। এই মুহূর্তে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন ক্যাটরিনা। ঘরে নতুন সদস্য আগমনের দিন গুনছেন ভিকি কৌশল ও নায়িকা। তাঁর এই নতুন জার্নিতেও তাঁকে শুভেচ্ছা জানিয়ছেন অক্ষয়।
