১৯ জানুয়ারি বিমানবন্দর থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অক্ষয় কুমারের গাড়ি। ঘটনাস্থল থেকে ভাইরাল হওয়া ছবি-ভিডিওতে দেখা যায়, খিলাড়ির নিরাপত্তাবলয়ের একটি গাড়ি উলটে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় সামনে থাকা অটোটি দুমড়ে-মুচড়ে উলটে যায়! শুধু তাই নয়, বড় গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ওই অটোচালককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এবার খবর, আহত ওই ব্যক্তির চিকিৎসার বিল মেটানোর জন্য এগিয়ে এসেছেন খিলাড়ি।
মুম্বই পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন। জানা গিয়েছে, অক্ষয়ের নিরাপত্তাবলয়ের একটি গাড়ি পিছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা মারলে সেটি উলটে গিয়ে সামনের গাড়িতে গিয়ে ধাক্কা মারে এবং ভেঙেচুরে তার কিছুটা অংশ ওই গাড়ির নিচে ঢুকে যায়। যার জেরে গুরুতর আহন হন ওই অটোচালক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যায়, দুর্ঘটনার পরই খিলাড়ির কাছে ক্ষতিপূরণ দাবি করেছিলেন ওই অটোচালকের ভাই। তিনি জানিয়েছিলেন, "পুরো অটোরিকশাটা দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং আমার ভাইয়ের অবস্থাও খুব আশঙ্কাজনক। আমার ভাইয়ের চিকিৎসা যেন ঠিকঠাক হয়। এবং ক্ষতিগ্রস্ত অটোটি মেরামতের জন্য যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা আর কিচ্ছু চাই না!" বলিউড মাধ্যম সূত্রে খবর, সেখবর কানে যেতেই খিলাড়ি তড়িঘড়ি টিম মারফৎ ওই আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় দায়ভারও নিয়েছেন। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত অটোর মেরামতির জন্য আর্থিক সাহায্যও করেছেন অক্ষয় কুমার।
ছবি: ইনস্টাগ্রাম
খিলাড়ির মানবিকতরা নিদর্শন এর আগেও দেখেছে অনুরাগীমহল। নিঃশব্দেই কখনও কেরলের বন্যা, কখনও পাঞ্জাবের বন্যার জন্য আর্থিক অনুদান পাঠিয়েছেন। আবার কখনও বা দেশমাতৃকার জন্য শহিদ হওয়া জওয়ান পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। অক্ষয়ের কোটি কোটি টাকার দান-খয়রাতির তালিকায় এবার অটোচালকের জন্য এহেন উদ্যোগও যোগ হল। ফের মহানুভবতার পরিচয় দিলেন বলিউডের 'ভারত কুমার' ওরফে খিলাড়ি।
