shono
Advertisement
Akshay Kumar

ভোট দিতে গিয়ে বৃদ্ধের অভিযোগের মুখে অক্ষয়, কী বক্তব্য প্রবীণের? ভাইরাল ভিডিও

অভিনেতা ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই বৃদ্ধ তাঁর সঙ্গে কথা বলতে যান।
Published By: Suparna MajumderPosted: 10:18 AM Nov 20, 2024Updated: 02:09 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান, আবার ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যান অক্ষয় কুমার (Akshay Kumar)। অন্যান্য দিন শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। তবে বুধবার সকালে উঠেই ভোটদাতার দায়িত্ব পালন করতে চলে গিয়েছিলেন। মুম্বই বিধানসভা নির্বাচনে নিজের মতদান কেন 'বলিউডের খিলাড়ি'। ভোট দিয়ে বেরিয়ে এসেই এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়েন তিনি।

Advertisement

দিল্লি ছেলে, বলিউডে কয়েক দশকের কেরিয়ার, অথচ ২০২৩ সালের আগে পর্যন্ত কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। 'কানাডা কুমার' বলে কটাক্ষও করা হয়েছে তাঁকে। কিন্তু গত বছর ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন 'বলিউডের খিলাড়ি'। চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেন। তার পর বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Elections 2024) দিলেন ভোট। নিজের কেন্দ্রের সর্বপ্রথম ভোটার ছিলেন তারকা।

ক্যাজ্যুয়াল নয় একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে ভোট দিতে গিয়েছিলেন অক্ষয়। অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। অভিনেতা ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই বৃদ্ধ তাঁর সঙ্গে কথা বলতে যান। অক্ষয়ের নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এগিয়ে গেলে অভিনেতা তাঁদের বারণ করেন।

বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় তাঁকে এবিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। তা দিয়েই নাকি কাজ হয়ে যাবে।

অক্ষয় এবিষয় নিয়ে বৃহত্তর মুম্বই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বৃদ্ধ চেয়েছিলেন বাক্সটি যেন অক্ষয়ই দিয়ে দেন তাঁকে। তবে অভিনেতা তাঁকে জানান, বিষয়টির দেখাশোনা বিএমসিরই করার কথা। যা করার নগর পালিকাই করবে। এই কথোপকথনের পর সাংবাদিকদের অনুরোধের ভোটের কালি লাগা আঙুলটি দেখান অক্ষয়। তার পর নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালের অবস্থা বেশ খারাপ।
  • বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় তাঁকে এবিষয়ে সাহায্য করুন।
Advertisement