সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) আর প্রিয়দর্শন জুটি বলিউডের সবথেকে জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি। যাঁদের হাত ধরে বলিউড পেয়েছে 'হেরা ফেরি', ভাগম ভাগ, 'ভুলভুলাইয়া'-এর মতো ছবি। সেই জুটিই আবার নতুন ছবি নিয়ে আসত চলেছেন পর্দায়। সেই ছবির কথা বেশ অনেকদিন আগে থেকেই সকলের জানা। ছবির নাম 'ভূত বাংলো' (Bhooth Bangla) বহুদিন আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকের মনে প্রশ্ন জেগেছে যে কবে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত এই ছবি? এবার এল তার উত্তর। জানানো হল ছবি মুক্তির দিনক্ষণ।
বালাজি মোশন পিকচার্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে 'বাংলো থেকে একটি খবর এসেছে। বাংলোর দরজা খুলবে আগামী ১৫ মে ২০২৬ এ।' বলে রাখা ভালো এর আগেই ছবির টিম তাদের জয়পুরের সেট থেকে একটি ছবি পোস্ট করেছিল। ক্যাপশনে লেখা ছিল, 'কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে আরও বিশেষ হয়ে ওঠে এবং বিশেষ সময়ে হয়।' বলে রাখা ভালো এই ছবির হাত ধরে পঁচিশ বছর পরে ফের একসঙ্গে পর্দাভাগ করবেন তব্বু ও অক্ষয়। তবে বাঙালি দর্শকের যা সবথেকে বড় প্রাপ্তি হতে চলেছে এই ছবি থেকে তা হল নতুনভাবে 'ভূত বাংলো'তে যিশু সেনগুপ্ত। এই ছবিতে যিশুর চরিত্র ফের নতুন কিছু দর্শককে উপহার দেবে বলেই প্রত্যাশা বাড়ছে সকলের। শুধু তাই নয়, ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আসরানি। এই ছবিই তাঁর শেষ ছবি।
উল্লেখ্য, পরিচালক-অভিনেতার মান-অভিমানের কথাও শোনা গিয়েছিল মাঝে। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনও ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই বরফ গলেছে। তাই একসময়ের ব্লকবাস্টার মুখ তথা প্রিয় অভিনেতা অক্ষয়কেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন তাঁর পরবর্তী ভূতুড়ে সিনেমার জন্য।‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও কি বক্স অফিসে সুনামী আনতে পারবে অক্ষয়ের কেরিয়ারে খরা কাটানোর পাশাপাশি? চোখ থাকবে সেদিকে।
