shono
Advertisement
Dhurandhar

‘ধুরন্ধর’-এ রহমান ডাকাতের এন্ট্রি ভাইরাল! বাবা বিনোদের নাচ অনুসরণ করেই চর্চায় অক্ষয়?

এই এন্ট্রিকে দর্শকরা 'জামাল কুদু পার্ট টু' বলতে শুরু করেছে।
Published By: Biswadip DeyPosted: 11:14 AM Dec 10, 2025Updated: 11:14 AM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই স্রেফ দেশের বাজারে ছবির ব্যবসা পেরিয়ে গিয়েছে দেড়শো কোটির গণ্ডি। ছবিতে একসঙ্গে কয়েকজন তারকা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অক্ষয় খান্না। তাঁর অভিনীত চরিত্র রহমান ডাকাতের কথা সকলের মুখে মুখে ফিরতে শুরু করেছে। তাঁর এন্ট্রিকে লোকে 'জামাল কুদু পার্ট টু'ও বলতে শুরু করেছে। কিন্তু এই স্টেপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ১৯৮৯ সালের এক ভিডিওর। সেই ভিডিওয় একই কায়দায় নাচতে দেখা গিয়েছিল অক্ষয়েরই বাবা বিনোদ খান্নাকে!

Advertisement

ভাইরাল ভিডিওটি ১৯৮৯ সালের। লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না। সেখানে মঞ্চে তাঁদের সঙ্গে দেখা যায় জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও। মিঁয়াদাদও কোমর দোলান বিনোদ-রেখার সঙ্গে। নাচতে অনুরোধ করেন ইমরানকেও। স্মৃতির সরণি থেকে ভেসে আসা সেই ভিডিওয় নেটিজেনদের চোখ টেনেছে বিনোদ খান্নার স্টেপ। বিশেষ করে তাঁর হাতের মুভমেন্টের সঙ্গে আশ্চর্য মিল অক্ষয়ের ভাইরাল স্টেপের। প্রশ্ন উঠছে, কোনওভাবে বাবার এই নাচের কায়দাই কি অনুসরণ করতে চেয়েছিলেন অক্ষয়?

ছবিতে অক্ষয়ের সহ-অভিনেতা দানিশ পান্ডোর জানিয়েছেন, ওই স্টেপ কিন্তু কোরিওগ্রাফারের শেখানো নয়। অভিনেতা নিজেই এই স্টেপে নাচতে চেয়েছিলেন। প্রশ্ন করেছিলেন পরিচালক আদিত্য ধরকে, ''এখানটায় আমি কি নাচতে পারি?'' জবাবে আদিত্য বলেন, ''তোমার যা ইচ্ছা হয়...'' পরে সেই নাচ দেখে সেটে উপস্থিত সকলেই খুশি হন। অক্ষয়ের শরীর ভাষা যেভাবে নাচে ফুটে বেরচ্ছে তা দেখে চমকিত হন অনেকেই। পরে ছবি মুক্তি পেলে দেখা যায়, গানটিতে অক্ষয়ের এন্ট্রি দেখে প্রবল উত্তেজিত দর্শকরাও।
এদিকে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি পয়লা দিনেই ২৮ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে শনিবার ৩২ কোটির আয় হয়েছে। আর রবিবার ছুটির দিনে বক্স অফিসের সেই গ্রাফ একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫২.৭৫ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়িয়েছে ২২৪.৭৫ কোটি টাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’। ছবিতে একসঙ্গে কয়েকজন তারকা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অক্ষয় খান্না।
  • তাঁর অভিনীত চরিত্র রহমান ডাকাতের কথা সকলের মুখে মুখে ফিরতে শুরু করেছে।
  • এই স্টেপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ১৯৮৯ সালের এক ভিডিওর। সেই ভিডিওয় একই কায়দায় নাচতে দেখা গিয়েছিল অক্ষয়েরই বাবা বিনোদ খান্নাকে!
Advertisement