সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার সাধের বাংলো তৈরি হয়েছে গত অক্টোবর মাসেই। যে ম্যানশন কিনা বাজারদরে শাহরুখ খানের 'মন্নত', এমনকী মেগাস্টার অমিতাভ বচ্চনের 'জলসা'কেও টেক্কা দেয়। বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার আনুমানিক মূল্য ২৫০ কোটিরও বেশি। দিওয়ালির দিনই হোমযজ্ঞ, পুজোপাঠ করে গৃহপ্রবেশ হয়েছে। এবার সেই নতুন বাংলোয় সংসারসুখের ঝলক দেখালেন আলিয়া ভাট।
রণবীর-আলিয়ার গৃহপ্রবেশ (ছবি- ইনস্টাগ্রাম)
আগেই জানা গিয়েছিল যে, দীপাবলির শুভক্ষণে কাপুর ম্যানশনে গৃহপ্রবেশ করতে চলেছেন রণবীর-আলিয়া। সেসময়ে পাপারাজ্জিদের বিরক্ত না করার আর্জিও জানান অভিনেত্রী। তবে এযাবৎকাল গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে মুখ না খুললেও এবার মাস ঘুরতেই তার ঝলক দেখালেন কাপুরদের বউমা। শুক্রবার সাতসকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকাদম্পতিকে। কোনও ফ্রেমে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা গেল তো কোনও ছবিতে ধরা পড়ল তাঁদের হোমযজ্ঞ, পুজোপাঠের ঝলক। খুদে রাহাও মা-বাবার সঙ্গে পুজোয় বসেছিল। আর তড়িৎকর্মা বউমার এহেন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও লেন্সবন্দি হল। যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা গেল শাশুড়ি নীতুকে।
উল্লেখ্য, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। সেই আয়োজনের কলেবর কেমন ছিল? সেটাও তুলে ধরলেন অভিনেত্রী। গোলাপি রঙের বেলুনে সাজানো আসরে দেখা গেল ফুলেল কেকের ছবি। শত ব্যস্ততার মাঝেও যে পাকা গিন্নির মতো একটু একটু করে সংসার গুছিয়ে তুলেছেন, সেই ঝলকই দেখালেন আলিয়া। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।
