shono
Advertisement
Alia Bhatt Ranbir Kapoo

দীপাবলিতে গৃহপ্রবেশ, ২৫০ কোটির কাপুর ম্যানশনে পা রাখার আগে 'বিরক্ত না করার' আর্জি রণবীর-আলিয়ার

কেন সতর্কীকরণ জারি করলেন কাপুর দম্পতি? 
Published By: Sandipta BhanjaPosted: 10:15 AM Oct 18, 2025Updated: 10:15 AM Oct 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের সাধের বাংলো তৈরি। যে ম্যানশন কিনা বাজারদরে শাহরুখ খানের 'মন্নত', এমনকী মেগাস্টার অমিতাভ বচ্চনের 'জলসা'কেও টেক্কা দেবে। বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার দাম ২৫০ কোটিরও বেশি। এবার খবর, কাপুর ম্যানশনে গৃহপ্রবেশের জন্য জোড় তোড়জোড় শুরু করেছেন আলিয়া ভাট এবং নীতু কাপুর।

Advertisement

মাসখানেক আগেই জানা গিয়েছিল যে, খুব শিগগিরি কোনও শুভ দিনক্ষণ দেখে জুনিয়র কাপুরদম্পতি গৃহপ্রবেশ করবেন। এবার বিবৃতি জারি করে রণবীর-আলিয়া নিজেই জানালেন যে, দিওয়ালিতেই নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তাঁরা। তবে ছবিশিকারিদের উদ্দেশে বিশেষ আর্জি রয়েছে তারকাদম্পতির। গৃহপ্রবেশের অনুষ্ঠানে গোপনীয়তা রক্ষার্থে রণবীর-আলিয়ার অনুরোধ, "এই দীপাবলি এক নতুন শুরুর অধ্যায়। এই শুভক্ষণে আমরা যখন আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করছি, তখন আপনাদের সমর্থন কাম্য। আপনাদের এহেন ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের গোপনীয়তার কথা মাথায় রাখবেন আপনারা। এই উৎসবের মরশুমে আপনাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা রইল। শুভ দীপাবলি।" যদিও সোশাল মিডিয়ায় কোনওরকম বিবৃতি জারি করেননি রণবীর-আলিয়া। তবে সূত্রের খবর, প্রত্যেক মিডিয়া হাউজে কার্ড-উপহার পাঠিয়ে এই বিশেষ আর্জি রেখেছেন কাপুরদম্পতি। সেই কার্ডের ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে নেটপাড়ায়। উল্লেখ্য, ফ্ল্যাটের বারান্দায় বিয়ে করার ফলে ছবিশিকারিদের দৌড়াত্ম্যে বিরক্ত হয়েছিলেন রণলিয়ার প্রতিবেশীরা। সেই জন্যেই হয়তো এবারে আগাম সতর্কীকরণ জারি করলেন।  

প্রয়াত ঠাকুমার নামে বাংলোর নাম রেখেছেন কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন। সম্প্রতি ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে বাংলোর শেষ পর্যায়ের কাজ দেখতে গিয়েছিলেন আলিয়া ভাট। ঘনিষ্ঠ সূত্রে খবর, গৃহপ্রবেশের দিন পুজোপাঠের পর কাপুর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন রণবীর-আলিয়া। যে বা যাঁরা এই বাংলো তৈরির সঙ্গে যুক্ত, সেসব কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছেন তারকাদম্পতি।

প্রসঙ্গত, রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে বেজায় ব্যস্ত। তারকাজুটির বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটে ব্যস্ত সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে। আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছিলেন এযাবৎকাল। তবে সেই প্রাসাদোপম বাংলোর কাজ বর্তমানে শেষ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে। অতঃপর কাপুর ম্যানশনে গৃহপ্রবেশের পর যে নীতু ছেলে-বউমা, নাতনি সকলের সঙ্গেএকছাদের তলায় থাকবেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাজারদরে শাহরুখ-অমিতাভের বাংলোকেও টেক্কা দেবে রণবীর-আলিয়ার কাপুর ম্যানশন!
  • বিবৃতি জারি করে রণবীর-আলিয়া নিজেই জানালেন যে, দিওয়ালিতেই নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তাঁরা।
  • পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন রণবীর-আলিয়া।
Advertisement