shono
Advertisement
Amitabh Bachchan

৮৩-তেও তরুণ অমিতাভ, যুগের সঙ্গে তাল মেলাতে অনন্যার কাছে শিখলেন 'জেন জি' ভাষা

এই ছবির প্রচার সংক্রান্ত বিশেষ পর্বের প্রচার ঝলক ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Published By: Arani BhattacharyaPosted: 10:51 AM Dec 18, 2025Updated: 01:40 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা প্রতি মুহূর্তে নতুন কিছু শেখেন। কিন্তু তিনি নিজেও যে এই তালিকায় রয়েছেন সেই বিষয়টাও এবার পরিষ্কার হল। সম্প্রতি অমিতাভ বচ্চনের রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে নিজেদের নতুন ছবির প্রচারে এসেছিলেন অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ান। তাঁদের 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' ছবির। আর সেখানেই অমিতাভকে জেন জি-র ভাষা শেখালেন অনন্যা। যা শুনে রীতিমতো অবাক হলেন অমিতাভ। তবে শুনলেনও মন দিয়ে।

Advertisement

ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে এই বিশেষ পর্বের প্রচার ঝলক। আর সেখানেই দেখা যাচ্ছে অনন্যা অমিতাভকে বলছেন জেন জিরা নিজেদের আবেগ-অনুভূতি বোঝাতে ঠিক কী কী ভাষা ব্যবহার করে। আর সেগুলি হল 'ওওটিডি', 'ড্রিপ', 'নো ক্যাপ' ইত্যাদি। আরও ভালোভাবে এগুলির অর্থ বোঝাতে অনন্যা অমিতাভ বচ্চনকে 'ড্রিপ' বলে সম্বোধন করে বলেন জেন- জি রা কাউকে ফ্যাশনিস্তা এবং ভীষণ কুল বোঝাতেই এই শব্ধ ব্যবহার করে। যা শুনে অমিতাভের কৌতূহল বেড়ে যায়। একে একে এই নিয়ে বাড়ে আলোচনা।

 

ইতিমধ্যেই কার্তিক ও অনন্যার এই ছবির প্রচার সংক্রান্ত বিশেষ পর্বের প্রচার ঝলক ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শুধু অনন্যা একাই নন কার্তিকও কিন্তু বিগ বির হাঁড়ির খবর নেওয়ার জন্য কৌতূহলো হয়ে পড়েন। কার্তিক জিজ্ঞেস করেন অমিতাভকে জে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড কি জয়া বচ্চন কি জানেন? এর উত্তরে রীতিমতো চমকে উঠে অমিতাভ বলেন, 'পাগল নাকি? এটা কেউ ওকে বলে?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি অমিতাভ বচ্চনের রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে নিজেদের নতুন ছবির প্রচারে এসেছিলেন অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ান।
  • তাঁদের 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' ছবির। আর সেখানেই অমিতাভকে জেন জি-র ভাষা শেখালেন অনন্যা।
  • যা শুনে রীতিমতো অবাক হলেন অমিতাভ। তবে শুনলেনও মন দিয়ে।
Advertisement