shono
Advertisement
Akshaye Khanna-Drishyam 3

পরচুলা পরে করা যাবে না অভিনয়, দাবি পূরণ না হওয়াতেই 'দৃশ্যম ৩' থেকে সরলেন অক্ষয় খান্না!

২০২৬ সালের ২ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’ ।
Published By: Arani BhattacharyaPosted: 09:21 PM Dec 26, 2025Updated: 09:21 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে পর্দায় ফিরছে 'বিজয় সালাগাঁওকার'। ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাবে 'দৃশ্যম ৩'। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দৃশ্যমের তৃতীয় ও শেষ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় থাকা দর্শক উন্মাদনার সাগরে ভেসেছেন। আর এর মাঝেই গত কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়েছে অক্ষয় খান্নার এই ছবি থেকে সরে দাঁড়ানোর। শোনা গিয়েছিল যে, পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে নানা মনান্তর ও মতান্তর হওয়ার ফলেই নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। প্রথমে এই নিয়ে কেউ মুখ খোলেননি বটে তবে এবার বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, বেশি পারিশ্রমিক তো বটেই একইসঙ্গে ছবিতে পরচুলা পরে অভিনয়ের আর্জি জানিয়েছিলেন অক্ষয় যা খারিজ করে দিয়েছে ছবির টিম। সূত্র মারফত আর কী কী জানা যাচ্ছে?

Advertisement

প্রথমে 'ছাবা' ও সাম্প্রতিককালে 'ধুরন্ধর' ছবিতে তুমুল সাফল্য ও জনপ্রিয়তার মুখ দেখার পর বড়সড় পারিশ্রমিক হেঁকেছেন নাকি অক্ষয়। এর আগে দৃশ্যমের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিতে তিনি নাকি দু থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এবার সরাসরি একুশ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে চেয়েছেন নির্মাতাদের কাছে অক্ষয়। এমন খবরই বাতাসে ঘুরছে। নির্মাতাদের তরফে এই পরিমান পারিশ্রমিক অভিনেতাকে দিতে অস্বীকার করেছেন। এখানেই শেষ নয়, 'ধুরন্ধর' ছবির পর এই ছবিতে নাকি পরচুলা পরে অভিনয় করতে চেয়েছিলেন অক্ষয়। অন্য দাবি নিয়ে আলোচনাতে এলেও তাঁর এই আবদার কোনওভাবেই মেনে নেননি নির্মাতারা। তাঁদের তরফে জানানো হয়েছে যে, যেহেতু আগের ছবিগুলিতে অক্ষয় পরচুলা পরে অভিনয় করেননি তাই শেষ ছবিটিতে পরচুলা পরলে ছবির ধারাবাহিকতা বজায় থাকবে না। তাই এটা কোনওভাবেই সম্ভব নয়। নির্মাতাদের সঙ্গে এই নিয়ে অক্ষয়ের মতানৈক্যের জেরেই নাকি সরে দাঁড়িয়েছেন তিনি এমনটাই শোনা যাচ্ছে।

বলিউড সূত্রে এর আগে জানা গিয়েছিল যে, ছবির পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে মনান্তর ও মতান্তর হয়েছে অক্ষয়ের। তার জেরেই নাকি ‘দৃশ্যম ২’র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। উল্লেখ্য, ২০২৬ সালের ২ অক্টোবর বড়পর্দায় ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। এই ছবিই এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি হতে চলেছে আর সেই কারণেই তা নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে উন্মাদনার পারদ। একইসঙ্গে চিত্রনাট্য নিয়েও বাড়ছে কৌতূহল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে 'ছাবা' ও সাম্প্রতিককালে 'ধুরন্ধর' ছবিতে তুমুল সাফল্য ও জনপ্রিয়তার মুখ দেখার পর বড়সড় পারিশ্রমিক হেঁকেছেন নাকি অক্ষয়।
  • এর আগে দৃশ্যমের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিতে তিনি নাকি দু থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
  • 'ধুরন্ধর' ছবির পর এই ছবিতে নাকি পরচুলা পরে অভিনয় করতে চেয়েছিলেন অক্ষয়।
Advertisement