সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি বিনোদুনিয়ার তিন অত্যন্ত চর্চিত নাম। বাংলাদেশের এই তিনি নায়ক ও নায়িকাকে নিয়ে নানা বিতর্কের শেষ নেই। বলা ভালো বিতর্ক যেন তাঁদের পিছু ছাড়ে না। অতীতে হোক বা সাম্প্রতিককালে সুপারস্টার শাকিব খানের দুই স্ত্রী অপু ও বুবলিকে নিয়ে নানাধরনের চর্চা। তাঁরা দু'জনেই সুপারস্টারের প্রাক্তন স্ত্রী। দাম্পত্যজীবনে না থাকলেও প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গেই শাকিবের পুরোদস্তুর যোগাযোগ রয়েছে সন্তানদের স্বার্থে। আর সেখান থেকেই গত সেপ্টেম্বর মাসে বুবলি ও ছেলে বীরকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন শাকিব। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরতেই ফের বুবলিকে নিয়ে সমালোচনা শুরু। বুবলি নাকি অন্তঃসত্ত্বা।
এই আলোচনার সূত্রপাত কীভাবে? শাকিবের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে বাংলাদেশ ফিরে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুবলি। সেখানেই মঞ্চে তাঁকে নৃত্যপরিবেশন করতেও দেখা যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই অনুষ্ঠানের ভিডিও। আর তা দেখেই নেটিজেনদের একাংশের মনে হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা। নীল ও গোলাপি রঙের ঘাগরায় সেজে ওই অনুষ্ঠান সারেন বুবলি। অনেকেই বুবলিকে নিয়ে নানা পোস্টে মন্তব্য করেছেন যে, শাকিবের সঙ্গে ছুটি কাটাতে গিয়েই নাকি তিনি অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরেছেন। অনেকে আবার বুবলিকে পরামর্শ দিয়েছেন এই অবস্থায় মঞ্চে পারফর্ম না করতে। কেউ কেউ তো আবার সপাটে প্রশ্ন করেছেন আদৌ বুবলির সঙ্গে শাকিবের বিয়েটা হয়েছে কিনা?
যদিও এর আগে বুবলি নিজেই জানিয়েছিলেন যে, শাকিবের সঙ্গে তাঁর সমস্ত নিয়মনীতি মেনেই বিয়ে হয়েছে। ২০২০ সালে আমেরিকাতেই ছেলে বীরের জন্ম দেন বুবলি। শাকিবের সন্তানের মা হওয়ার খবর বুবলি প্রথম প্রকাশ্যে আনেন ২০২০ সালে। সেই ছেলে বীরেরই নাগরিকত্ব সংক্রান্ত নানা কাজে গত সেপ্টেম্বর মাসে আমেরিকাতে গিয়েছিলেন তাঁরা একসঙ্গে। তবে সেসবে কান দিতে নারাজ নেটপাড়া। এই মুহূর্তে জোর জল্পনা চলছে বুবলি অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে। যদিও এই নিয়ে কোনও রকম মুখ খোলেননি বাংলাদেশি নায়িকা।
