সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুজোয় পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় নিয়ে আসছেন নতুন ছবি দশম অবতার। যার ট্রেলার মুক্তি মেতেই নেটপাড়ায় ট্রেন্ডিং। সৃজিতের ছবির ভক্তরা ইতিমধ্য়েই এই ছবিরে ট্রেলার দেখে হইচই শুরু করে দিয়েছেন। তবে শুধু টলিপাড়া নয়, সৃজিতের দশম অবতার ছবির ট্রেলার দেখলেন খোদ অমিতাভ বচ্চনও। আর ট্রেলার দেখেই সোশাল মিডিয়ায় প্রসেনজিৎকে শুভেচ্ছা বার্তা পাঠালেন বিগ বি।
সোশাল মিডিয়ায় অমিতাভ লিখলেন, ”বুম্বা, প্রত্যেক বারের মতোই তোমার জন্য শুভকামনা।”
‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত হয়েছিল ‘দশম অবতার’-এর (Dawshom Awbotaar) ফার্স্টলুক। তাতেই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবির ট্রেলার। প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে।
[আরও পড়ুন: ‘তোমায় ছাড়া বাঁচব না’, বিয়ের আদুরে ছবি দিয়ে বার্তা রাঘব-পরিণীতির, আশীর্বাদ প্রিয়াঙ্কার]
‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্স অফিসে হিট সিনেমা। তার উপরে আবার ‘দশম অবতার’-এর ট্রেলার দেখা যা আন্দাজ করা যাচ্ছে তাতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে।
এদিকে আবার ‘খোকা’ অনির্বাণকে আবার প্রবীর রায়চোধুরি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে দেখা যাবে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোম্যান্স ট্রেলারে ধরা পড়েছে। সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশার আগুনে যেন ঘৃতাহুতি দিল ‘দশম অবতার’-এর ট্রেলার। এবার পুজোর ঠিক আগে অর্থাৎ ১৯ অক্টোবর সিনেমা মুক্তির অপেক্ষা।
[আরও পড়ুন: মধ্যরাতে টি সিরিজের অফিসে গণেশ পুজো শাহরুখের, সলমনকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর বাড়িতেও]
