শহর থেকে বহু দূরে বারাণসীর ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গেরুয়া শিবিরের নেতা তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। গত বছরেই তাঁর দাম্পত্যজীবন ঘিরে শোনা গিয়েছিল নানা গুঞ্জন। সেখানেই উঠে এসেছিল প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ফাটল এবং হিরণের মনে ফের একবার নতুন প্রেমের আগমনের মতো বিষয়ও। মঙ্গলবার যেন সেই গুঞ্জনই সত্যি হল। হিরণের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর এবার মুখ খুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা।
এদিন হিরণের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেখানেই তিনি বলেছেন যে, সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমেই এদিন নাকি হিরণের বিয়ের বিষয়টি জানতে পেরেছেন তিনি। শুধু তাই নয়, অনিন্দিতার আরও দাবি তাঁদের উনিশ বছর বয়সি মেয়ে নাইসার বয়সিই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি। তাঁর বয়স নাকি একুশ বছর। একইসঙ্গে অনিন্দিতা সংবাদমাধ্যমে আরও জানিয়েছেন যে, পঁচিশ বছরের বিবাহিত জীবন তাঁদের। দীর্ঘদিন ধরেই নাকি তাঁর ও মেয়ের উপর অত্যাচার চলত। মেয়ের কেরিয়ার ও ভবিষ্যতের কথা ভেবেই সেসব নিয়ে চুপ থেকেছেন তিনি। বাবার বিয়ের এহেন ছবি যে মেয়ের মনেও প্রভাব ফেলছে সে কথাও তুল ধরতে ভোলেননি অনিন্দিতা।
ছবি ইনস্টাগ্রাম
মঙ্গলবার দুপুরে সোশাল মিডিয়ায় নিজের দ্বিতীয় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেন খোদ হিরণ। তারপর থেকেই তাঁকে নিয়ে ছিক্কার শুরু হয় নেটপাড়ায়। আর এর কিছুক্ষণের মধ্যেই শোনা যায় যে, প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে সেরেছেন নেতা-অভিনেতা হিরণ। বারাণসীর ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে বিয়ে সারেন তিনি। হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি পেশায় মডেল। বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া সেই ছবিতেই দেখা যায় লাল বেনারসিতে সেজেছিলেন কনে ঋত্বিকা। অন্যদিকে হলুদ পাঞ্জাবিতে সেজেছিলেন হিরণ। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি।
