shono
Advertisement

Breaking News

Ankita Chakraborty-Prantik Banerjee

৩ বছরেই বিয়ে ভাঙছে প্রান্তিক-অঙ্কিতার! জীবনে নতুন প্রেম? অভিনেতা বললেন...

অঙ্কিতার সঙ্গে দাম্পত্য নিয়ে কী জানালেন প্রান্তিক?
Published By: Sandipta BhanjaPosted: 04:37 PM Nov 29, 2025Updated: 06:08 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টলিপাড়ায় বিচ্ছেদের সুর। জীবনের একেকটা পর্যায়ে সম্পর্কের সমীকরণ বদলায় ঠিকই, তবে মাঝপথে যদি সেই সম্পর্কের গতি থেমে যায়, সেটা কারও জন্যেই সুখকর নয়। সম্ভবত জীবনের এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন জনপ্রিয় জুটি অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Ankita Chakraborty-Prantik Banerjee)। সূত্রের খবর, তারকা জুটির দাম্পত্য ভাঙনের মুখে।

Advertisement

দশ বছরের বন্ধুত্ব, এক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক-অঙ্কিতা। চুপিসারে টলিপাড়ার কতিপয় বন্ধুবান্ধব এবং স্বজনদের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাঁদের ছিমছাম 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে চর্চাও কম হয়নি তখন। তবে বিয়ের তিন বছর যেতে না যেতেই প্রান্তিক-অঙ্কিতার দাম্পত্যে ফাটলের গুঞ্জন।

প্রান্তিক-অঙ্কিতা (ছবি-ফেসবুক)

সত্যিই কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন প্রান্তিক-অঙ্কিতা? এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতা। প্রান্তিকের কথায়, একযুগের বন্ধুত্ব, প্রেম, তার পর তাঁদের বিয়ে। তবে বর্তমানে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। অভিনেতার সংযোজন, এবার তাঁরা সেরকমই ভাবনাচিন্তা করছেন। উল্লেখ্য, অঙ্কিতা বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। কর্মসূত্রে বছর দুয়েক ধরে সেখানেই থাকছেন অভিনেত্রী। সেই দূরত্বই কি কাল হল? নাকি সম্পর্কে তৃতীয় কারও প্রবেশ ঘটেছে? এপ্রসঙ্গে প্রান্তিক খোলাখুলি জানিয়েছেন, মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে দেড়, দু'বছর ধরে তিনি সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন। শহর আলাদা হওয়ার জন্যে হয়তো তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে।
তবে অঙ্কিতা আর তাঁর মাঝে অন্য কেউ আসেনি। আপাতত বন্ধুত্বটাই বজায় রাখতে চাইছেন দম্পতি। আগামী দিনে প্রান্তিক-অঙ্কিতার সম্পর্ক অন্য দিকে মোড় নেয় কিনা, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দশ বছরের বন্ধুত্ব, এক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সাকপাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক-অঙ্কিতা।
  • সূত্রের খবর, তারকা জুটির দাম্পত্য ভাঙনের মুখে।
  • বিয়ের তিন বছর যেতে না যেতেই দাম্পত্যে ফাটলের গুঞ্জন।
Advertisement