shono
Advertisement

Breaking News

Ankush Hazra

শিবের কাছে হাজারো অভিযোগ অঙ্কুশের, মিলবে সুরাহা? উত্তর দেবে ‘নারী চরিত্র বেজায় জটিল’

মা কালীর কাছে সপাটে চড় খেয়ে মনখারাপ অঙ্কুশ হাজরার।
Published By: Arani BhattacharyaPosted: 08:15 PM Nov 28, 2025Updated: 02:39 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা কালীর কাছে সপাটে চড় খেয়ে মনখারাপ অঙ্কুশ হাজরার। আর সেই চড় খেয়ে শিবের কাছে হাজারটা অভিযোগ করছেন তিনি। কাঁদোকাঁদো গলায় বলছেন, 'তুমি এভাবে পায়ের তলায় থাকলে, আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।' না না, রিয়েল লাইফে নয় অঙ্কুশের রিল লাইফেই ঘটছে এমনটা। ভাবছেন কোথায়, কীভাবে ঘটল এসব? তাহলে বলি এ আসলে কথা হচ্ছে অঙ্কুশের আগামী ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'-এর। শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির প্রি-টিজার। আর সেই ভিডিওর বেশ কিছু ঝলক দেখে রীতিমতো হাসি থামিয়ে রাখা কঠিন। 

Advertisement

উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। মুক্তি পাবে ৯ জানুয়ারি। এদিন ছবির এই প্রি-টিজার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, 'প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালোবাসার আশায় থাকলাম। নারী চরিত্র বেজায় জটিল আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক? কি বল?'

 

দীপাবলিতে ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অঙ্কুশ। সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। চলতি বছর মার্চ মাসে প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে পেটে খিল ধরিয়েছিলেন অঙ্কুশ। চলতি বছরের কালীপুজোয় নারীশক্তির আধারে নতুন পোস্টারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন অভিনেতা। সেখানেই জানা গিয়েছিল, মায়ের হাতে চড় খাওয়ার আগে পই পই করে অঙ্কুশকে সতর্ক করেছিলেন বাবা মহাদেব। তবে সে বারণ শোনেননি তিনি! কিন্তু কেন? সে গল্প ফাঁস হবে ছাব্বিশের জানুয়ারি মাসে। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা।
  • পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর।
  • অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। মুক্তি পাবে ৯ জানুয়ারি।
Advertisement