সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁইছুঁই। মাফলার, মাঙ্কি টুপি জড়িয়েও 'বেয়াদপ' ঠান্ডাকে বাগে আনা দায় হয়ে উঠেছে। তবে হিমশীতল আবহাওয়াকে পোষ না মানানো গেলেও নিজেরা হার মানতে নারাজ অঙ্কুশ-ঐন্দ্রিলা, শিলাজিৎরা। অগত্যা শৈলশহরে সফল অনুষ্ঠানের পরই রাত-বিরেতে ম্যালে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। আর সেখানে গিয়েই যা ঘটল, তাতে 'থরহরি কম্প' অবস্থা! দার্জিলিংয়ের হাড়কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে সেসব মজার মুহূর্তি ক্যামেরাবন্দি করলেন গায়ক শিলাজিৎ।
আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'নারী চরিত্র বেজায় জটিল'। তার প্রাক্কালেই দিন দুয়েক আগে সদলবলে ডুয়ার্সে রওনা হয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের সফরসঙ্গী শিলাজিৎ, দুর্নিবার সাহাও। শিলিগুড়িতে হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান সেরে সোমবার দার্জিলিংয়ে পৌঁছন তাঁরা। সেখানেও টিম 'নারী চরিত্র বেজায় জটিল'-এর শো দারুণভাবে সফল হয়েছে। এই হাড়হিম করা ঠান্ডাতেও অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন আর শিলাজিৎ-দুর্নিবারের গান শোনার জন্য ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে অনুরাগী। বিশেষ করে শৈলশহরে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এ ছিল উপরি পাওনা। আর সেখানেই শো শেষে রাত-বিরেতে ম্যালের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন সকলে। তাপমাত্রা তখন ছয়ের নিচে! তারপরের ঘটনা ক্যামেরায় ধরলেন শিলাজিৎ।
দেখা গেল, মাফলারে আদ্যোপান্ত নিজেকে মুড়ে নিয়েছেন গায়ক। ক্যামেরা ঘুরিয়ে উপস্থিত বাকি সদস্যদের দেখানোর পাশাপাশি সকলের উদ্দেশে একটাই কথা বলে চলেছেন- 'ঘুমো রে ঘুমো।' পাশেই দাঁড়ানো ঐন্দ্রিলা সেই সুরে সুর মেলালেন। আরেকটু দূরে দাঁড়ানো অঙ্কুশের ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি। তবে ঠান্ডাবাবাজি মরণ কামড় বসালেও কারও মুখের হাসি কিন্তু মিলিয়ে যায়নি! মাঝরাতের ম্যালে ওই হাড়কাঁপানো ঠান্ডাতেই হাসিমুখে একে-অপরের সঙ্গে রসিকতায় মাতলেন তাঁরা। আর শিলাজিতের সুবাদে সেই ফ্রেমবন্দি মুহূর্ত দেখেই অনুরাগীদের প্রায় দাঁতকপাটি লেগে যাওয়ার জোগাড়!
