shono
Advertisement
Antara Mitra Wedding

সাতপাকে বাঁধা পড়লেন অন্তরা মিত্র, জমজমাট 'কিশোরী' গায়িকার গায়েহলুদ থেকে সিঁদুরদান পর্ব

লাল বেনারসিতে 'লাজে রাঙা' অন্তরা মিত্র, চুপিসারেই সাতপাক ঘুরলেন 'কিশোরী' গায়িকা।
Published By: Sandipta BhanjaPosted: 03:08 PM Nov 26, 2025Updated: 04:15 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল টুকটুকে বেনারসিতে 'লাজে রাঙা' অন্তরা মিত্র। মঙ্গলবার রাতে জীবনের নতুন ইনিংস শুরু 'কিশোরী' গায়িকা। বাইপাস-সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। সেখানেই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরলেন অন্তরা।

Advertisement

আশীর্বাদ, আইবুড়োভাত, গায়েহলুদ, বিয়ের প্রতিটা অনুষ্ঠানেই সাবেকি সাজে মন কেড়েছেন গায়িকা। মঙ্গলবার সকাল থেকেই অন্তরার বিয়ের অনুষ্ঠানের টুকরো টুকরো মুহূর্ত সোশাল পাড়ায় দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই গায়িকার কনে সাজ নিয়ে কৌতূহলী ছিলেন অনুরাগীরা। বুধবার অবশেষে অপেক্ষার অবসান। ছাঁদনাতলায় নবপরিণীতা সাজে ধরা দিলেন খ্যাতনামা শিল্পী। লাল বেনারসির সঙ্গে মানানসই সাবেকি সোনার গয়নায় 'কনে' অন্তরার দিক থেকে চোখ ফেরানো যেন দায়। দু' পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতিতে অগ্নিসাক্ষী রেখে মঙ্গলবার রাতের লগ্নে সাতপাক ঘুরলেন অন্তরা। নিয়ম মেনে হল মালাবদল, সিঁদুরদান পর্ব। 'কিশোরী' গায়িকার সিঁথি রাঙিয়ে দিলেন স্বামী শৌর্য। তবে অন্তরার বিয়ের অনুষ্ঠানে সেলেবদের উপস্থিতি সেভাবে টের পাওয়া গেল না!

বিয়ের আসরে কনে সাজে অন্তরা মিত্র (ছবি- সংগৃহীত)

কানাঘুষো খবর, বিয়ের পর্ব মিটলেই মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন অন্তরা-শৌর্য। যদিও গন্তব্য অজানা। তবে এই ক'দিনের জন্য 'সা রে গা মা পা'র বিচারকের আসনে সম্ভবত দেখা যাবে না তাঁকে। শোনা যাচ্ছে, মধুচন্দ্রিমা থেকে ফিরে ডিসেম্বর মাসে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য রিসেপশনের আয়োজন করতে পারেন গায়িকা। জানা গিয়েছে, পাত্র সিনেদুনিয়া কিংবা সুরের জগতের কেউ নন। আইটি পেশার সঙ্গে যুক্ত তিনি। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। এবার বিয়ের আসর থেকে বর-কনের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার জোয়ার।

অন্তরা মিত্রর গায়ে হলুদ (ছবি- সংগৃহীত)

সূত্রের খবর, গায়িকার সঙ্গে শৌর্যর মন বিনিময় হয়েছে মাত্র মাসখানেক হল। এবার বন্ধুত্ব-প্রেমের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন অন্তরা-শৌর্য। সোমবার থেকেই শুরু হয়েছে গায়িকার 'বিবাহ অভিযান'। পাত্র ও কনে পক্ষের আশীর্বাদ পর্ব মেটার পর রকমারি ব্যাঞ্জন সাজিয়ে হবু দম্পতির জন্য আইবুড়োভাতের আয়োজনও করা হয়েছিল। সেদিনের অনুষ্ঠানের জন্য বেগুনি সিল্কের শাড়ি বেছে নিলেও বিয়ের আসরে লাল বেনারসিতে সোনার গয়নায় সাবেকি সাজে নজর কাড়লেন অন্তরা মিত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাল বেনারসিতে 'লাজে রাঙা' অন্তরা, গায়েহলুদ থেকে সিঁদুরদান, রইল 'কিশোরী' গায়িকার বিয়ের অ্যালবাম।
  • বাইপাস-সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর।
  • সেখানেই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরলেন অন্তরা।
Advertisement