shono
Advertisement

Breaking News

Anu Malik-Border 2

'বর্ডার ২'-এ 'সন্দেশে আতে হ্যায়' গান ব্যবহারে স্বীকৃতি নেই, ক্ষুব্ধ অনু মালিক!

সিক্যুয়েলের এই নতুন গান প্রকাশ্যে আসতেই মুখ খুললেন অনু মালিক।
Published By: Arani BhattacharyaPosted: 11:57 AM Dec 31, 2025Updated: 01:10 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। সিক্যুয়েলের টিজার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ার সরণি বেয়ে অনুরাগীদের মধ্যে দেখা গিয়েছিল আগের মতোই সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব। শুধু তাই নয়, আইকনিক গান 'সন্দেশে আতে হ্যায়' নতুনভাবে এই ছবির হাত ধরে দর্শকের সামনে আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই গানের টিজার। যা সপ্তাহের শুরুতেই নির্মাতারা সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন । ছবির সিক্যুয়েলের জন্য যা তৈরি করেছেন মিঠুন। পুরনো সুর আধারিত সিক্যুয়েলের 'সন্দেশে আতে হ্যায়' গানের টিজার প্রকাশ্যে আসতে এবার তা নিয়ে মুখ খুললেন অনু মালিক।

Advertisement

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অনু মালিক ক্ষোভের সুরে বলেন, "সন্দেশে আতে হ্যায়, নতুন করে তৈরি হয়েছে এবং ছবির সিক্যুয়েলে ব্যবহার করা হয়েছে। আমি জানি এই নতুন গানের অংশ আমি নই। কিন্তু আমি বিশ্বাস করি এই গান যেহেতু একটি আইকনিক গান এবং তা যেহেতু আমার এবং জাভেদ আখতারের তৈরি, তাই ছবির টিমকে অবশ্যই আমাদের কাজের স্বীকৃতি দিতেই হবে।"

একইসঙ্গে অনু মালিক আরও বলেন যে, "ছবির টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নতুন 'সন্দেশে আতে হ্যায়' খুব হিট করবে বলে আশা করি। সোনু নিগম এবং অরিজিৎ সিং দু'জনেই অসামান্য গায়ক। তাঁরা এই গানের সঙ্গে সুবিচার করবেন বলেই আমি মনে করি। উল্লেখ্য, আইকনিক গান 'সন্দেশে আতে হ্যায়' আজও একইভাবে দর্শকের কাছে প্রাসঙ্গিক। সেই গানই ফের ছবির সিক্যুয়েলেও ব্যবহার করা হয়েছে। নতুন ভাবে এই গান বেঁধেছেন মনোজ মুন্তাসির। উল্লেখ্য, 'বর্ডার' ছবির এই আইকনিক গান রচনা করেছিলেন জাভেদ আখতার, সুর দিয়েছিলেন অনু মালিক। তবে সিক্যুয়েলে এই গানের টিজারে মিঠুন, মনোজ মুন্তাসির, সোনু নিগম ও অরিজিৎ সিংয়ের নাম রয়েছে। সেখানে এই গানের আসল নির্মাতা অনু মালিকের নাম নেই। যদিও ছবির টিমের তরফে এই নিয়ে মুখ খোলা হয়নি। অনু মালিকের এই প্রতিক্রিয়ার পর নির্মাতারা কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই।
  • ২৭ বছর পর বিজয় দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এসেছিল ‘বর্ডার ২’-এর পয়লা ঝলক।
  • সিক্যুয়েলের টিজার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ার সরণি বেয়ে অনুরাগীদের মধ্যে দেখা গিয়েছিল আগের মতোই সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব।
Advertisement