shono
Advertisement
A R Rahman

নতুন বছরে স্থগিত এআর রহমানের কলকাতার কনসার্ট, কী হবে দর্শকদের টিকিটের?

তেরো বছর পর কলকাতায় শো করতে আসার কথা ছিল এ আর রহমানের।
Published By: Arani BhattacharyaPosted: 08:14 PM Dec 30, 2025Updated: 08:56 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে স্বনামধন্য এ আর রহমানের অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত বলতে গেলে স্তিমিত। কথা ছিল ১১ জানুয়ারি কলকাতায় তাঁর বহু প্রতীক্ষিত শো হওয়ার। কিন্তু তা আপাতত হচ্ছে না বলেই খবর। জানা যাচ্ছে যে, এ আর রহমানের সেই অনুষ্ঠানের দিন আপাতত পিছিয়ে গিয়েছে। দিন বদলে তা হয়েছে আপাতত ১১ এপ্রিল। 

Advertisement

উল্লেখ্য, তেরো বছর পর কলকাতায় শো করতে আসার কথা ছিল এ আর রহমানের। তবে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, জানুয়ারি মাসের নির্ধারিত দিনে কলকাতায় আসছেন না তিনি। তার বদলে ১১ এপ্রিল আসবেন তিনি। যারা এপ্রল মাসের অনুষ্ঠানে আসতে পারবেন না তাঁদের টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যেই। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে যে অনুষ্ঠানের টিকিট বেচতে বেশ বেগ পেতে হচ্ছে। রহমানের এপ্রিল মাসের অনুষ্ঠানে যারা আসতে পারবেন না তাঁরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেল করে জানালে সেই টিকিটের অর্থ ফেরৎ পাবেন।

টিকিট বিক্রি নিয়ে নানা কানাঘুষো কথা শোনা গেলেও অনেকেই প্রশ্ন তুলছেন বর্তমানে তারকাদের নানা অনুষ্ঠানে যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্যই কি কলকাতায় এই শো বাতিল করলেন এ আর রহমান? সাম্প্রতিককালের মেসিকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরছেন অনেকে। বলে রাখা ভালো ২০২৬ সালের শুরু থেকেই যে ভারত-সহ মধ্যপ্রাচ্যের সঙ্গীতসফরের কথা জানিয়েছিলেন রহমান। আবু ধাবি, চেন্নাই, আহমেদাবাদ-সহ কলকাতা ছিল সেই তালিকায়। তবে শেষ বেলায় এসে সেই অনুষ্ঠানে হল বদল, কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন স্বনামধন্য শিল্পী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, জানুয়ারি মাসের নির্ধারিত দিনে কলকাতায় আসছেন না তিনি।
  • তার বদলে ১১ এপ্রিল আসবেন তিনি। যারা এপ্রল মাসের অনুষ্ঠানে আসতে পারবেন না তাঁদের টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যেই।
  • যদিও কানাঘুষো শোনা যাচ্ছে যে অনুষ্ঠানের টিকিট বেচতে বেশ বেগ পেতে হচ্ছে।
Advertisement