সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। শুক্রবারই তাঁর বিরুদ্ধে জারি হয় অভিযোগ। আর তারপর মধ্যরাতে ক্ষমা চাইলেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন তারকা পরিচালক।
ওই পোস্টে তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি আমার পোস্টের জন্য ক্ষমা চাইছি না। বরং সেই একটি লাইনের জন্য চাইছি যেটিকে আলাদা করে ব্যবহার করা হয়েছে ঘৃণা ছড়ানোর জন্য। কোনও কাজ বা বক্তব্য আপনার মেয়ে, পরিবার, বন্ধু-পরিজনদের থেকে বেশি মূল্যবান নয়। তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকিও। যারা নিজেদের সংস্কারী বলে তারাই এই সব করছে।' এখানেই শেষ নয়। অনুরাগ আরও লিখেছেন, 'বলে ফেলা কথা তো ফেরানো যায় না এবং আমি নিচ্ছিও না। তাই আমাকে যা গালাগাল দেওয়ার দিন। আমার পরিবার তো কিছু বলেনি, বলবেও না। তাই আমার থেকে ক্ষমা চাইছেন, আমি চাইছিও। ব্রাহ্মণরা, দয়া করে মহিলাদের রেহাই দিন।'
প্রসঙ্গত, অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ সেন্সরের কোপে পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে সরব হয়েছেন অনুরাগ। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনুরাগের পোস্টে একজন নেটিজেন তাঁকে আক্রমণ করেন। তখনই পরিচালক লেখেন, 'ব্রাহ্মণেদের উপরে আমি মূত্রত্যাগ করি... সমস্যা আছে?' এরপরই বিতর্ক তুঙ্গে ওঠে। শুক্রবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর তারপরই নিজের মন্তব্যের ক্ষমাপ্রার্থী হলেন তারকা পরিচালক।
বিতর্ক আর অনুরাগ কাশ্যপ কার্যতই হাত ধরাধরি করেন। সম্প্রতি তিনি সোশাল মিডিয়ায় লেখেন, 'হাতে অঢেল কাজ, আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত।' তাঁর এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনুরাগ নিজেই বলিউড ছাড়ার কথা জানিয়েছিলেন। এরপর এই কথার অর্থ কী, জানতে চান অনেকে। এর মধ্যেই এবার ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে নয়া বিতর্কে জড়ালেন তিনি।
